রাষ্ট্রায়ত্ত সংস্থা মরলে বাড়বে সঙ্কট, মত প্রভাতদের

রাষ্ট্রায়ত্ত সংস্থা রক্ষা করা, কর্মসংস্থানের দাবি, শ্রম আইন সংশোধনের বিরোধিতা— এই লক্ষ্য সামনে রেখে মঙ্গলবার কনভেনশন ডাকা হয়েছিল ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৯ ০২:০৫
Share:

—নিজস্ব চিত্র।

রিজার্ভ ব্যাঙ্কের তহবিল থেকে টাকা নিয়ে অর্থনীতির বেহাল দশা ফেরানো যাবে না। রাষ্ট্রায়ত্ত সংস্থা থেকে হাত গুটিয়ে নিলে আরও বেশি মানুষ কাজ হারাবেন এবং ক্রয়ক্ষমতা কমে গিয়ে বাজারের উপরে আরও খারাপ প্রভাব পড়বে। রাষ্ট্রায়ত্ত সংস্থা বাঁচানোর দাবিতে গণ-কনভেনশনে এই সুরেই সরব হলেন অর্থনীতিবিদ প্রভাত পট্টনায়ক-সহ বিশিষ্টেরা।

Advertisement

রাষ্ট্রায়ত্ত সংস্থা রক্ষা করা, কর্মসংস্থানের দাবি, শ্রম আইন সংশোধনের বিরোধিতা— এই লক্ষ্য সামনে রেখে মঙ্গলবার কনভেনশন ডাকা হয়েছিল ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে। প্রভাত ছাড়াও সেখানে ছিলেন কবি মন্দাক্রান্তা সেন, অভিনেতা বাদশা মৈত্র, আইনজীবী বিকাশ ভট্টাচার্য প্রমুখ। রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের প্রচেষ্টার বিরুদ্ধে বৃহত্তর লড়াইয়ের আহ্বান উঠে এসেছে কনভেনশনের মঞ্চ থেকে। এই রাজ্যেও শিল্প ও কর্মসংস্থানের করুণ চিত্রের কথা এসেছে আলোচনায়। কনভেনশনের দাবি-দাওয়া নিয়েই আগামী ২০ সেপ্টেম্বর রানি রাসমণি অ্যাভিনিউয়ে সমাবেশ করবে সিটু-সহ শ্রমিক সংগঠনগুলি এবং সেখান থেকে দাবি জানাতে যাওয়া হবে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর কাছে। তার পরে সিটু, আইএনটিইউসি-সহ শ্রমিক সংগঠনগুলি চিত্তরঞ্জন লোকোমোটিভ থেকে কলকাতা পর্যন্ত ‘লং মার্চ’ করবে। ওই কর্মসূচি চলবে আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement