railways

রেলের ঘোষিত পদই এ বার অবলুপ্তির পথে

পূর্ব রেলের বিভিন্ন শাখায় ১,৮৯২টি পদের অবলুপ্তি ঘটতে চলেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৯ ২৩:৩৯
Share:

প্রতীকী চিত্র।

শূন্য পদে নিয়োগের বদলে এ বার ঘোষিত পদই তুলে দিতে চলেছে রেল বোর্ড। এ রাজ্যেও পড়েছে তার আঁচ। সেই আশঙ্কাই যেন আরও পোক্ত হল রেলের ৩১ অক্টোবরের একটি নোটিফিকেশনকে ঘিরে। রেলের শূন্য পদের মধ্যে ১,৮৯২টি পদ অবলুপ্তির হওয়ার ওই নোটিফিকেশন জারি করা হয়েছে। ফলে, পূর্ব রেলের বিভিন্ন শাখায় ১,৮৯২টি পদের অবলুপ্তি ঘটতে চলেছে।

Advertisement

বেশ কিছু দিন আগে থেকেই রেল বোর্ডের তরফ থেকে শূন্য পদ বিলুপ্তির আভাস পাওয়া যাচ্ছিল। এ বার সেই আশঙ্কাই যেন সত্যি হল। রেল সূত্রে খবর, শিয়ালদহ ডিভিশনে ৩৯৯টি, হাওড়া ডিভিশনে ৪৬৬টি, আসানসোল ডিভিশনে ৩০৬টি, মালদহ ডিভিশনে ১৬৬টি, লিলুয়া ডিভিশনে ১৩৭টি, কাঁচড়াপাড়ায় ১৮৬টি এবং জামালপুরে ১৩৯টি শূন্য পদের বিলুপ্তি ঘটছে। এমনকি, বজবজ এবং হাওড়া ওয়ার্কশপেও তার প্রভাব প়ডতে চলেছে।

ওই নোটিফিকেশন ঘিরে ইতিমধ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন শ্রমিক সংগঠনগুলি। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও বিষয়টিকে রেলের বেসরকারিকরণের প্রথম ধাপ হিসাবে দেখা হচ্ছে।

Advertisement

আরও পড়ুন: কটাক্ষে বিঁধছে শাসক, কিন্তু বিরল সংহতি বাম-কংগ্রেসে, মসৃণ সমঝোতা সারলেন বিমান-সোমেনরা

বন্যার্তদের কাছে ত্রাণ নিয়ে পৌঁছল রাজ্যের একাধিক নাট্য সংগঠন

রেলের তরফে জারি হওয়া নোটিফিকেশন।

সারা দেশে রেলের ১৭টি জোনে প্রায় ৩ লক্ষ শূন্য পদ রয়েছে। এ ছা়ডা, প্রতি বছরই বহু রেলকর্মী অবসর নিচ্ছেন। ইআরএমইউ নেতা অশোক গুহ-র অভিযোগ, এর পরেও রেলের তরফে ৫৫ বছরের বেশি অথবা ৩০ বছরের কর্মজীবন হয়ে গিয়েছে, এমন কর্মীদের ছাঁটাইয়েরও পরিকল্পনা নেওয়া হয়েছে। শ্রমিক সংগঠনগুলির আশঙ্কা, এর ফলে শূন্য পদ ক্রমশই বাড়বে। সেই সঙ্গে রেলের ওই শূন্য পদ পূরণের পরিবর্তে তার বিলপ্তি ঘটিয়ে, কী ভাবে পরিষেবা আরও উন্নত হবে, সে নিয়েও আশঙ্কা থেকে যাচ্ছে।

রেলের বেসরকারিকরণ হচ্ছে, এ নিয়ে বিভিন্ন মহলেই গুঞ্জন ছিল। রেলের বেসরকারিকরণের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন মহল থেকে প্রতিবাদও চলছে। কর্মী ছাঁটাই করা ছাড়াও রেলকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার নরেন্দ্র মোদী সরকারের যে পরিকল্পনা রয়েছে বলে অভিযোগ, তার বিরুদ্ধে রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন-সহ বিভিন্ন মহল থেকে প্রতিবাদ উঠছে। তার প্রভাব এ রাজ্যেও পড়তে পারে বলে আশঙ্কা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement