ছবি: সংগৃহীত।
রাজ্যের সব আর্সেনিক কবলিত এলাকায় ২০২২ সালের মধ্যে নলবাহিত বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি, ২০২৪ সালের মধ্যে রাজ্যের ৬৫ হাজার গ্রামে নলবাহিত বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করবে তারা। এই দুই কাজের জন্য এডিবি বা জাইকা থেকে সাহায্য নিতে হতে পারে। বিধানসভায় মঙ্গলবার জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী সৌমেন মহাপাত্র এ কথা জানিয়ে বলেন, ‘‘রাজ্যে এখন ৮৩টা ব্লক আর্সেনিক কবলিত। তার মধ্য়ে ৯৪.৫% জায়গায় বিশুদ্ধ পানীয় জল দেওয়ার জন্য কাজ শুরু হয়েছে। ৫৩% লোককে এখন তা দেওয়া যাচ্ছে।’’ মন্ত্রী আরও জানান, রাজ্যে এখন নলবাহিত পানীয় জল পান ১ কোটি ৯৮ লক্ষ মানুষ।