মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্পীসত্ত্বায় মুগ্ধ ইন্দ্রনীল
আনন্দবাজার অনলাইনের ফেসবুক লাইভে প্রশ্ন এসেছিল, তাঁর দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্পীসত্তা নিয়ে। রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন জবাব দিলেন, ‘‘বাংলা গান নিয়ে তাঁর আবেগ দেখে মুগ্ধ হই। রাজনীতিতে না এলে, গান বাজনার দুনিয়ায় দিদি একই রকম সফল হতেন।’’ এ ভাবেই মমতার শিল্পীসত্তা সংক্রান্ত প্রশ্নের জবাব দিলেন ইন্দ্রনীল।
শিল্প সংস্কৃতি নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগ নতুন কিছু না। নিজে ছবি আঁকেন, গানে সুর দেন, লেখেন কবিতা, ছড়াও। মমতার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য তথা জনপ্রিয় শিল্পী ইন্দ্রনীল শনিবার বললেন, ‘‘বাংলা গান নিয়ে অসম্ভব প্যাশনেট দিদি। গানের কথা থেকে শুরু করে সুর, সবই তাঁর কণ্ঠস্থ থাকে। একটা মানুষ এত কাজের মধ্যেও যে গানবাজনার প্রতি এই পরিমাণ আসক্তি ও ভালবাসা রাখতে পারেন, আমি দেখে অবাক হয়ে যাই।’’
তার পরেই ইন্দ্রনীলের তাৎপর্যপূর্ণ সংযোজন, ‘‘এটা নিয়ে কোনও দ্বিমত নেই যে তাঁকে রাজনীতিবিদ হিসেবেই ইতিহাস মনে রাখবে। কিন্তু উনি যদি রাজনীতিতে না-ও আসতেন, গান বাজনা, সাংস্কৃতিক জগতেরই মানুষ তিনি। সন্দেহ নেই, তাতেও প্রচণ্ড সফল হতেন।’’