প্রজ্ঞার মা গীতা দেবী। নিজস্ব চিত্র।
২০১৯ সাল থেকে পাকাপাকি ভাবে বাংলাদেশে থাকা শুরু করেন ঢাকায় জেএমবি জঙ্গি সন্দেহে ধৃত আয়েশা ওরফে প্রজ্ঞা দেবনাথ। বাংলাদেশের সন্ত্রাস দমন শাখার গোয়েন্দাদের দাবি, ২০১৬ সালে হুগলির বাড়ি ছেড়ে যাওয়ার পর একাধিক বার ভারতে চোরাপথে গিয়েছে প্রজ্ঞা।
যদিও প্রজ্ঞার মা গীতার দাবি ২০১৬ সালের ডিসেম্বরে এক বারই বাড়ি গিয়েছিল প্রজ্ঞা। তবে তিনি স্বীকার করেন, গ্রেফতার হওয়ার আগে পর্যন্ত ফোনে যোগাযোগ ছিল মেয়ের সঙ্গে। বাংলাদেশ পুলিশের পাশাপাশি প্রজ্ঞার জেএমবি যোগ নিয়ে তদন্ত করছেন কেন্দ্রীয় গোয়েন্দারাও। তাঁরা ইতিমধ্যেই কথা বলেছেন প্রজ্ঞার পরিবারের সঙ্গে। গীতার দেওয়া তথ্য খতিয়ে দেখে প্রজ্ঞা কাদের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল সেই মিসিং লিঙ্কের খোঁজ করছেন গোয়েন্দারা।