নির্দল প্রার্থীর আপে যোগদান। কোচবিহারে। —নিজস্ব চিত্র।
বাংলায় এ বারের পঞ্চায়েত নির্বাচনে লড়েনি আম আদমি পার্টি (আপ)। তবে ভোটের পরে জয়ী নির্দল প্রার্থীকে দলে নিয়ে এ রাজ্যের পঞ্চায়েতে আত্মপ্রকাশ করল তারা। জাতীয় স্তরে বিজেপি-বিরোধী ঐক্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরীওয়াল পাশাপাশি শামিল হওয়ার পরে আলোচনাসাপেক্ষেই বাংলায় পঞ্চায়েতের লড়াইয়ে নামেনি আপ। ‘অরাজনৈতিক’ জনসংযোগ কর্মসূচির পথেই তারা আপাতত এই রাজ্যে নিজেদের প্রসার ঘটানোর কৌশল নিয়েছে। তবে কোচবিহারের দিনহাটার বড় আটিয়াবাড়ি-১ অঞ্চলে ৬/২৩৯ নম্বর বুথে জয়ী নির্দল প্রার্থী নার্জিনা বিবি শুক্রবার আপে যোগ দিয়েছেন। আপের কোচবিহার জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা অমিতাভ দেবনাথ এ দিন নার্জিনার হাতে দলের পতাকা তুলে দিয়েছেন। এর ফলে গ্রাম পঞ্চায়েত স্তরে এক জন সদস্য পেল কেজরীওয়ালের দল।