Dengue

ডেঙ্গি নিয়ন্ত্রণে নতুন ভাবনা রাজ্যের, জরুরি ভিত্তিতে বেশ কয়েকটি শহরে বাড়তি নজরদারির সিদ্ধান্ত

যে সব এলাকায় তুলনামূলক ভাবে ডেঙ্গি বেশি ছড়িয়েছে সে রকম ১৮টি ব্লক চিহ্নিত করা হয়েছে। সেই ব্লকগুলিতে মশার প্রজনন নিয়ন্ত্রণের কাজে জোর দেওয়া হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২২ ০০:৩৯
Share:

বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। প্রতীকী ছবি।

বুধবার রাজ্যে নতুন করে ৫৩৭জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গির পাশাপাশি রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যাও বুধবার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৭৫ জন।

Advertisement

ডেঙ্গি আক্রান্ত হয়ে ৪৮৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে স্বাস্থ্য ভবন সূত্রে খবর। রাজ্যের যে সব এলাকায় তুলনামূলক ভাবে ডেঙ্গি বেশি ছড়িয়েছে সে রকম ১৮টি ব্লক চিহ্নিত করা হয়েছে। সেই ব্লকগুলিতে মশার প্রজনন নিয়ন্ত্রণের কাজে জোর দিতে পঞ্চায়েত দফতর থেকে কুইক রেসপন্স দল করা হয়েছে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য দফতর এবং পুর ও নগর উন্নয়ন দফতর বৈঠক করে হাওড়া এবং বালি পুর এলাকা ছাড়াও দক্ষিণ দমদম, কামারহাটি, বিধাননগর, শ্রীরামপুরে বিশেষ নজর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা ও হাওড়া ছাড়া হুগলি, মুর্শিদাবাদ এবং দার্জিলিং জেলায় ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা বেশি বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর।

Advertisement

বুধবারই পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেঙ্গি নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন। মানুষকে সচেতন করার উপর জোর দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement