Arpita Mukherjee

অর্পিতাকে টানা সাড়ে ৫ ঘণ্টা ধরে আয়কর-জেরা

নিয়োগ দুর্নীতির মামলায় ২০২২ সালের ২৩ জুলাই অর্পিতা গ্রেফতার হন। তাঁর দু’টি ফ্ল্যাট থেকে প্রায় পঞ্চাশ কোটি টাকা নগদ, কয়েক লক্ষ টাকার সোনার গয়না ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুলাই ২০২৪ ০৯:৫২
Share:

অর্পিতা মুখোপাধ্যায়। —ফাইল ছবি।

নিয়োগ দুর্নীতির মামলায় জেল হেফাজতে থাকা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে আলিপুর মহিলা সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদ করলেন আয়কর দফতরের বেনামি সম্পত্তি শাখার অফিসারেরা। বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেল সুপারের অফিসের পাশে একটি ঘরে অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

Advertisement

নিয়োগ দুর্নীতির মামলায় ২০২২ সালের ২৩ জুলাই অর্পিতা গ্রেফতার হন। তাঁর দু’টি ফ্ল্যাট থেকে প্রায় পঞ্চাশ কোটি টাকা নগদ, কয়েক লক্ষ টাকার সোনার গয়না ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। ইডির তদন্তকারীদের ওই টাকা ও গয়না তাঁর নয় বলে লিখিত বয়ান দিয়েছেন অর্পিতা। পার্থ চট্টোপাধ্যায়ও ওই টাকা ও গয়না তাঁর নয় বলে জানিয়েছেন। ইডির তদন্তের নথির ভিত্তিতে গত কয়েক মাস ধরে আয়কর দফতরের বেনামি সম্পত্তি শাখার অফিসারেরা প্রাথমিক অনুসন্ধান করেছেন। সপ্তাহখানেক আগে বিচার ভবনের সিবিআই বিশেষ আদালত অর্পিতাকে জেরা করার জন্য আয়কর দফতরের আবেদন মঞ্জুর করে। বুধবার আয়কর দফতরের ছ’জন অফিসার আলিপুর মহিলা সংশোধনাগারে গিয়ে অর্পিতাকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা জেরা করেছেন। অর্পিতার সব বয়ান লিপিবদ্ধ করা হয়েছে বলে সূত্রের খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement