—প্রতীকী চিত্র।
ভোটের পর টসে জিতে পঞ্চায়েত প্রধান পেয়েছিল বিজেপি। লোকসভা ও উপনির্বাচনের পর উত্তর ২৪ পরগনার গাইঘাটার সেই পঞ্চায়েত তাদের হাতছাড়া হল। এক পদ্ম-সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় পঞ্চায়েতে ক্ষমতা দখল করল শাসক শিবির।
গত পঞ্চায়েত ভোটে গাইঘাটা ব্লকের ফুলসারা গ্রাম পঞ্চায়েতে ২৪টি আসনের মধ্যে ১১টিতে জেতে তৃণমূল। বিজেপি জেতে ১২টিতে। একটি আসনে নির্দল প্রার্থী জেতেন। পরে সেই নির্দল প্রার্থী যোগ দেন শাসকদল। যার ফলে পঞ্চায়েত তৃণমূল ও বিজেপির সদস্য সংখ্যা দাঁড়ায় ১২। সেই পরিস্থিতিতে টসে জিতে প্রধান হন বিজেপির টুসি রায় সেন। উপপ্রধান হন তৃণমূলের রজত মিত্র।
বুধবার বনগাঁ জেলা তৃণমূলের পার্টি অফিসে গিয়ে শাসকদলে যোগ দেন ফুলসরা গ্রাম পঞ্চায়েত পাঁচপোতা ঢাকাপাড়া ১২৮ নম্বর পার্টের পঞ্চায়েত সদস্য হর্ষিত বিশ্বাস। বনগাঁ তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের হাত থেকে জোড়াফুলের পতাকা তুলে নেন তিনি। এর ফলে ফুলসড়া পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পায় তৃণমূল। দলবদলু হর্ষিত বলেন, ‘‘বিজেপির পঞ্চায়েত সদস্য হয়ে কাজ করতে পারছিলাম না। রাস্তা করার জন্য মুখ্যমন্ত্রীকে ফোন করতে হচ্ছিল। কাজ করার জন্য আমি তৃণমূলে যোগ দিলাম।’’
বিশ্বজিৎ বলেন, ‘‘ফুলসরা গ্রাম পঞ্চায়েত আমরা দখল করলাম। আগামী দিনে বিজেপির দখলে থাকা আরও তিনটি পঞ্চায়েতের সদস্যেরা তৃণমূলে যোগদান করবে। আমাদের সঙ্গে তারা যোগাযোগ করছে। দলের ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশ পেলেই যোগদান করাব।’’