Mamata Banerjee

স্বপ্ন ছিল সেনা হব: মমতা

মঙ্গলবার ক্রান্তি থেকে হেলিকপ্টারে ওড়ার পরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কপ্টারের চালক তখন শালুগাড়ায় জরুরি অবতরণ করতে বাধ্য হন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ জুন ২০২৩ ০৬:৪০
Share:

শালুগাড়া সেনা ছাউনিতে মুখ্যমন্ত্রী। ছবি: সেনা সূত্রে পাওয়া।

দুর্যোগে না পড়লে সেনাবাহিনীর শালুগাড়া হেলিপ্যাডে নামাই হত না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সেনা আধিকারিকদের সঙ্গে দাঁড়িয়ে তিনি কতটা কৃতজ্ঞ, একটি ভিডিয়োয় সেই বার্তাই দিয়েছেন। পরে সেই ভিডিয়োটি প্রকাশ করেছে সেনাবাহিনী। সেখানে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘ছোটবেলা থেকে স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দেব। শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি।’’ তার পরেই তিনি যোগ করেন, ‘‘তবে আজ সেই সুযোগ হল। অন্তত আমি তো আমাদের সেনাদের সঙ্গে দেখা করতে পারলাম।’’

Advertisement

এ দিন ক্রান্তি থেকে হেলিকপ্টারে ওড়ার পরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়েন মুখ্যমন্ত্রী। কপ্টারের চালক তখন শালুগাড়ায় জরুরি অবতরণ করতে বাধ্য হন। মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছনোর পর থেকেই তাঁর সঙ্গে ছিলেন সেনাবাহিনীর আধিকারিকেরা। তাঁরাই কপ্টার থেকে তাঁকে নামতে সাহায্য করেন। সিঁড়ি ঠিক মতো না মেলায় মুখ্যমন্ত্রীর পায়ে চোট লাগে। তখনই তিনি খুঁড়িয়ে হাঁটছিলেন। সেখানে চিকিৎসকেরা তাঁকে প্রাথমিক ভাবে দেখেনও।

এর পরে মুখ্যমন্ত্রী সেনাবাহিনীকে কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘‘হেলিকপ্টার জরুরি অবতরণ করার পর যে তৎপরতার সঙ্গে কাজ করেছেন ওঁরা, যে ভাবে আমাদের যত্ন করেছেন, কোনও দিন ভুলব না।’’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘সেনাবাহিনীকে অভিনন্দন। সাধারণ কর্মী থেকে আধিকারিক, মাতৃভূমির জন্য আত্মবিসর্জন দিতে পিছ-পা হন না কেউ। দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। আমরা ওঁদের সম্মান করি।’’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘ওঁরা গোটা বছর পরিবারকে পাশে পান না। মাতৃভূমিই এঁদের পরিবার হয়ে উঠেছে। আপনাদের সেলাম, মাতৃভূমিকে সেলাম।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement