ছিটমহল হস্তান্তর নিয়ে বৈঠক আজ

ছিটমহল হস্তান্তর প্রক্রিয়ার রূপরেখা ঠিক করতে আজ। বৃহস্পতিবার দুই দেশের আধিকারিক পর্যায়ের বৈঠক বসছে কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্ত এলাকার বিওপি’র জিরো পয়েন্টে। ওই বৈঠকের প্রস্তুতির মধ্যে বুধবার বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে কোচবিহার জেলা প্রশাসন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ জুন ২০১৫ ০২:৫৬
Share:

ছিটমহল হস্তান্তর প্রক্রিয়ার রূপরেখা ঠিক করতে আজ। বৃহস্পতিবার দুই দেশের আধিকারিক পর্যায়ের বৈঠক বসছে কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্ত এলাকার বিওপি’র জিরো পয়েন্টে।

Advertisement

ওই বৈঠকের প্রস্তুতির মধ্যে বুধবার বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে কোচবিহার জেলা প্রশাসন। তাতে বলা হয়েছে ৩১ জুলাইয়ের মধ্য রাত থেকে ভারতের অভ্যন্তরে অবস্থিত সকল বাংলাদেশি ছিটমহল ভারতের ভূখন্ড হিসাবে অন্তর্ভুক্ত হবে।

২০১১ সালের দুই দেশের যৌথ জনগণনার তালিকাভুক্ত ও তারপর যাঁরা জন্মেছেন, তাঁরা এদেশের নাগরিকত্ব পাবেন। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত দুই দেশের যৌথদল
ওই ব্যাপারে বাসিন্দাদের মতামত নেবেন। কেউ বাংলাদেশের ভূখন্ডে ফিরতে আগ্রহী হলে আবেদন
জানাতে হবে। ২২ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত ছিটমহলের জমি বিক্রি করা যাবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement