ILO

আইএলও-র বার্তা

আইএলও-র ‘ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন’ শাখার প্রধান কারেন কার্টিস শ্রমিক ইউনিয়নগুলিকে জবাবি চিঠিতে জানিয়েছেন, মহাসচিব ইতিমধ্যেই সক্রিয় হয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০২০ ০৩:১২
Share:

প্রতীকী ছবি।

আন্তর্জাতিক শ্রম বিধি ভেঙে ভারতের কোথাও যাতে শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া না হয়, তার জন্য তারা হস্তক্ষেপ করেছে বলে শ্রমিক ইউনিয়নগুলিকে চিঠি দিয়ে জানাল আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। আইএনটিইউসি, সিটু, এআইটিইউসি, ইউটিইউসি, এআইইউটিইউসি, এইচএমএস-সহ একাধিক শ্রমিক সংগঠন আইএলও-কে চিঠি দিয়ে অভিযোগ করেছিল, দেশের বেশ কিছু রাজ্যে শ্রম আইনে বদল এনে শ্রমিকদের ৮ ঘণ্টার বদলে ১২ ঘণ্টা কাজ করানোর ব্যবস্থা করা হচ্ছে। শ্রমিকদের আরও কিছু অধিকার হরণ করা হচ্ছে বলেও অভিযোগ করে আইএলও-র মহাসচিবের হস্তক্ষেপ চেয়েছিল তারা।

Advertisement

আইএলও-র ‘ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন’ শাখার প্রধান কারেন কার্টিস শ্রমিক ইউনিয়নগুলিকে জবাবি চিঠিতে জানিয়েছেন, মহাসচিব ইতিমধ্যেই সক্রিয় হয়েছেন। কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে স্বীকৃত শ্রম বিধি মেনে চলার জন্য পরিষ্কার বার্তা দিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন মহাসচিব, এমনই জানানো হয়েছে আইএলও-র তরফে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement