অনুব্রত মণ্ডল
গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলকে ২০ অগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোলের বিশেষ আদালত। আদালতের এই নির্দেশের পর বৃহস্পতিবার রাতেই অনুব্রতকে কলকাতার নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হচ্ছে। ২০ অগস্ট বীরভূমের তৃণমূল নেতাকে আবার আদালতে হাজির করানো হবে। কিন্তু এই সময়ের মধ্যে অসুস্থ হয়ে পড়লে কোথায় চিকিৎসা হবে তাঁর? অনুব্রতের আইনজীবী সঞ্জীব দাঁ জানালেন, আগামী ১০ দিন সিবিআই হেফাজতে থাকাকালীন তাঁর মক্কেল অসুস্থ হয়ে পড়লে তাঁকে কলকাতার কম্যান্ড হাসপাতালে ভর্তি করানোর নির্দেশ দিয়েছেন বিচারক।
সঞ্জীব বলেন, ‘‘অনুব্রতবাবুকে আগামী ২০ তারিখ ফের আদালতে হাজির করাবে সিবিআই। আজ (বৃহস্পতিবার) রাতেই তাঁকে কলকাতার নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হবে। সিবিআই হেফাজতে থাকাকালীন যদি তিনি অসুস্থ হন, তা হলে আলিপুরের কম্যান্ড হাসপাতালে নিয়ে যেতে হবে। বিচারক তিন চিকিৎসকের একটি দলও গড়ে দিয়েছেন। সেই দলে এক জন মেডিসিন, এক জন কার্ডিয়োলজিস্ট এবং এক জন এমএস(সার্জারীর চিকিৎসক) রয়েছেন। তাঁদের পরামর্শেই হাসপাতালে ভর্তি করানো যাবে। নচেৎ নয়।’’
বিচারক রাজেশ চক্রবর্তীর নির্দেশ, প্রতি ৪৮ ঘণ্টা অন্তর অনুব্রতের স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে।