Ration Card

রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্ত করলেই রাজ্যের যে কোনও জায়গা থেকে মিলবে রেশন

রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করালেই রাজ্যের যে কোনও জায়গা থেকে পাওয়া যাবে। এমনটাই জানিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।

Advertisement

তিতাস চট্টোপাধ্যায়

শেষ আপডেট: ১০ জুন ২০২১ ২০:২০
Share:

প্রতীকী চিত্র।

রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করালেই রাজ্যের যে কোনও জায়গা থেকেই রেশন পাওয়া যাবে। এমনটাই জানিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। বৃহস্পতিবার এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্কের প্রক্রিয়া চালু হলে গণবণ্টন ব্যবস্থায় আরও বেশি স্বচ্ছতা আসবে। সংযুক্তিকরণের ফলে কোনও ব্যক্তি যদি নিজের আগের ঠিকানায় না-ও থাকেন, তাতেও তাঁর আর রেশন পেতে অসুবিধা হবে না। নিকটবর্তী রেশন দোকান থেকেই রেশন সংগ্রহ করতে পারবেন। এ ক্ষেত্রে কার্ডের ঠিকানা বদল না করলেও চলবে।’’ মন্ত্রী আরও বলেন, ‘‘কোনও ব্যক্তি হয়তো মারা গিয়েছেন, তাঁর রেশন কার্ডে এখনও রেশন তোলা হচ্ছে। এই পদ্ধতি চালু হলে, দ্রুতই সেইসব কার্ডগুলি চিহ্নিত করা যাবে।’’

সাধারণ মানুষ যাতে সহজেই সংযুক্তিকরণের কাজ করতে পারেন, সে জন্য একটি অ্যাপ তৈরি করেছে খাদ্য দফতর। প্রযুক্তি কাজে লাগিয়েই দ্রুততার সঙ্গে রেশন কার্ডের সঙ্গে আধারের লিঙ্কের কাজ করাতে চাইছে খাদ্য দফতর। তবে এই বিষয়টিতে যাতে কোনওরকম প্রযুক্তিগত ফাঁকফোকর না থেকে যায়, সেদিকেও নজর রাখা হচ্ছে। মন্ত্রী বলছেন, ‘‘আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণ করা যাবে মোবাইল ফোন দিয়েই। আধার কার্ড সংযুক্তিকরণের সময় মোবাইল ফোনে একটি ওটিপি আসবে। সেই ওটিপি সঠিক ভাবে দিতে পারলেই সংযুক্তিকরণের প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। সবদিক সুরক্ষিত করেই আমরা এ বিষয়ে এগিয়েছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement