Suvendu Adhikari

আমি বাচ্চা, আমাকে শেখান, অমিতকে শুভেন্দু

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২০ ০৩:৫৪
Share:

মঞ্চে ওঠার আগে অমিত শাহের সঙ্গে শুভেন্দু অধিকারী। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

দুপুরে বিজেপিতে যোগ দিয়ে রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাংগঠনিক বৈঠকে উপস্থিত থাকলেন সদ্য তৃণমূলত্যাগী শুভেন্দু অধিকারী। রাজ্যে আসন্ন বিধানসভা ভোটের প্রস্তুতি নিতে কলকাতা বিমানবন্দরের কাছে একটি অভিজাত হোটেলে ওই বৈঠক হয়।

Advertisement

বিজেপি সূত্রের খবর, সেখানে আলোচনার শেষে শুভেন্দু শাহকে বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর শিক্ষক এবং তিনি নিজে ইনফ্যান্টের শিশু। এমন বৈঠক তিনি আগে কখনও দেখেননি। তিনি শাহ এবং বিজেপির অন্য সব নেতার কাছ থেকে শিখতে চান। বিজেপি সূত্রের আরও খবর, ওই বৈঠকে ছিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সবর্ভারতীয় সহ সভাপতি মুকুল রায়, রাজ্য দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, ভোটের কাজে রাজ্যে আসা আট মন্ত্রী, পাঁচ রাজ্যের সাধারণ সম্পাদক (সংগঠন), অন্যান্য কেন্দ্রীয় নেতা, এ রাজ্যে দলের সব সাধারণ সম্পাদক এবং জ়োনের দায়িত্বপ্রাপ্ত নেতারা। নভেম্বরে রাজ্যে এসে শাহ দলীয় নেতাদের যে সব সাংগঠনিক কাজ দিয়ে গিয়েছিলেন, সেগুলির অগ্রগতি বিষয়ে খোঁজ নেন তিনি। পাশাপাশি, নতুন দু’টি কাজ দেন রাজ্যের নেতাদের। ১৫ জানুয়ারির মধ্যে প্রতি বুথে অন্তত পাঁচটি করে দেওয়াল লিখন এবং সব বাড়িতে গিয়ে ভোটার তালিকা পর্যালোচনার কাজ শেষ করতে হবে। বিজেপি সূত্রের দাবি, শাহ এবং দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নড্ডা জানুয়ারি মাসে তিন দিন করে এ রাজ্যে সময় দেবেন। পরের মাস থেকে সময় আরও বাড়াবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement