Tohid Molla

পোশাক জেলে, শীত কাটছে এক বস্ত্রেই

মাওবাদী কার্যকলাপের অভিযোগে বছর এগারো ধরে বন্দি তোহিদ। কিছুদিন আগে পর্যন্ত দমদম সংশোধনাগারেই সময় কাটত তাঁর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২০ ০৩:০৪
Share:

—ফাইল চিত্র।

সংশোধনাগারে চটি আর চশমা দেওয়া হয়নি গৌতম নাভলাখা এবং ফ্রে স্ট্যান স্বামীকে। আর তা নিয়ে দেশ জুড়ে সমালোচনার মুখে পড়েছিলেন তালোজা সংশোধনাগার কর্তৃপক্ষ। সোমবার সে প্রসঙ্গ উল্লেখ করে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে থাকা তোহিদ মোল্লার বস্ত্র সংস্থানের দাবি করলেন মানবাধিকার সংগঠন এপিডিআর। অভিযোগ, তোহিদের পরিহিত বস্ত্র দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে আটকে রয়েছে। অথচ তোহিদের বর্তমান ঠিকানা বহরমপুর সংশোধনাগার। আর সে কারণে ঠাণ্ডায় প্রায় এক বস্ত্রেই সেখানে কাটাতে হচ্ছে নওদার বোচাডাঙ্গার বাসিন্দাকে। তোহিদ সিওপিডি রোগী বলেও জানাচ্ছে তাঁর পরিবারের সদস্যরা।

Advertisement

মাওবাদী কার্যকলাপের অভিযোগে বছর এগারো ধরে বন্দি তোহিদ। কিছুদিন আগে পর্যন্ত দমদম সংশোধনাগারেই সময় কাটত তাঁর। কিন্তু গত ২০ অক্টোবরে আদালতে হাজিরার জন্য বহরমপুর নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে বহরমপুর সংশোধনাগারে পাঠিয়ে দেওয়া হয় তোহিদকে। তাঁর স্ত্রী বিলকিস বেগম তেমন দাবি করেছেন। একাধিকবার তাঁর স্বামীর জামাকাপড়-সহ অন্য সামগ্রী ফেরত চেয়ে দমদম জেল কর্তৃপক্ষকে অনুরোধ করা হলেও সুরাহা হয়নি বলে অভিযোগ স্ত্রী বিলকিসের। তাঁর দাবি, "এই পরিস্থিতিতে এক জামাকাপড়েই দিন কাটাতে হচ্ছে তোহিদকে।" এ বিষয়ে বিহিত চেয়ে কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের চিঠি দিয়েছেন এপিডিআরের সহ সভাপতি রঞ্জিত শূর। দমদম জেল কর্তৃপক্ষের দাবি, "কারও পোশাক আটকে থাকা অর্থহীন। আবেদন জমা পড়লেই তা বন্দির পরিবারের হাতে তুলে দেওয়া হবে।"

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement