HS

উচ্চমাধ্যমিকের পরীক্ষার খাতা এ বার দেখতে পাবেন পরীক্ষার্থীরা

প্রয়োজনে নির্দিষ্ট বিষয়ের খাতার ফোটোকপি পাওয়ার জন্যও আবেদন করা যাবে বলে সংসদ জানিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ জুলাই ২০১৯ ২০:২৯
Share:

প্রতিটি বিষয়েরই উত্তরপত্র দেখা যাবে।—ফাইল চিত্র

উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণার পর এ বার উত্তরপত্র দেখার আবেদন করার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বরে ‘সন্তুষ্ট’ না হলে, আগে ‘রিভিউ’-এর আবেদন করা যেত। এ বার পরীক্ষার্থীরা প্রতিটি বিষয়েরই উত্তরপত্র দেখার সুযোগ পাবেন।

Advertisement

এ বিষয়ে নিজেদের ওয়েবসাইটে মঙ্গলবার নোটিস জারি করে ‘প্রসিডিওর ফর সেল্ফ ইনস্পেকশন’-এর সবিস্তার তথ্য জানিয়েছে উচ্চ শিক্ষা সংসদ। তাতে জানানো হয়েছে, যাঁরা ২০১৯ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, তাঁরা আগামী ৫ জুলাইয়ের পর অনলাইনে পরীক্ষার খাতা দেখার আবেদন করতে পারবেন। এমনকি প্রয়োজনে নির্দিষ্ট বিষয়ের খাতার ফোটোকপি পাওয়ার জন্যও আবেদন করা যাবে বলে সংসদ জানিয়েছে।

নতুন এই নিয়মের ফলে কোনও পরীক্ষার্থীর যদি মনে হয় নির্দিষ্ট বিষয়ে তিনি যে নম্বর পেয়েছেন, তা আশানুরূপ নয়, তাহলে আবেদনের ভিত্তিতে ওই পরীক্ষার্থী খাতা দেখতে পাবেন। পরীক্ষার ফলে স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ বলে মনে করছে শিক্ষা মহল।

Advertisement

উচ্চ শিক্ষা সংসদের নোটিস।

আরও পড়ুন: কেন্দ্রকে না জানিয়ে ১৭টি সম্প্রদায়কে ওবিসি শ্রেণিভুক্ত করায় তিরস্কৃত যোগী সরকার​

আরও পড়ুন: হাজরায় ধর্নায় বিজেপি, লোকসভায় আক্রমণ লকেটের, কাটমানি বিক্ষোভ তুঙ্গে তোলার চেষ্টা

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement