শীর্ষে গড়বাগান

জমে উঠেছে ডোমজুড় থানা লিগের ‘সুপার ফোর’ পর্বের লড়াই। প্রথম ডিভিশন ও সুপার ডিভিশন দু’টি পর্বেরই প্রাথমিক পর্বের সেরা চারটি দলকে নিয়ে শুরু হয়েছে এই ‘সুপার ফোর’। লিগের আয়োজক থানা স্পোটর্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, প্রথম ডিভিশনের চুড়ান্ত লড়াইয়ে প্রথম স্থানে রয়েছে গড়বাগান ফুটবল ক্লাব। তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। ৩ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জয়চন্ডীতলা যুব সঙ্ঘ। ১ পয়েন্ট করে পেয়েছে কোলড়া বীনাপানি ক্লাব ও মাকড়দহ আমরা নতুন ক্লাব। প্রতিটি দলই দু’টি করে ম্যাচ খেলেছে। বাকি রয়েছে একটি করে ম্যাচ। অন্য দিকে, সুপার ডিভিশন লিগে দু’টি ম্যাচ খেলে ৪ পয়েন্ট পেয়ে প্রথম স্থানে রয়েছে খাঁটোরা নেতাজি সঙ্ঘ। একটি ম্যাচ খেলে ৩ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ডোমজুড় যুগান্তর ব্যায়াম সমিতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ডোমজুড় শেষ আপডেট: ০৮ জুন ২০১৫ ০০:৪৩
Share:

জমে উঠেছে ডোমজুড় থানা লিগের ‘সুপার ফোর’ পর্বের লড়াই। প্রথম ডিভিশন ও সুপার ডিভিশন দু’টি পর্বেরই প্রাথমিক পর্বের সেরা চারটি দলকে নিয়ে শুরু হয়েছে এই ‘সুপার ফোর’। লিগের আয়োজক থানা স্পোটর্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, প্রথম ডিভিশনের চুড়ান্ত লড়াইয়ে প্রথম স্থানে রয়েছে গড়বাগান ফুটবল ক্লাব। তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। ৩ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জয়চন্ডীতলা যুব সঙ্ঘ। ১ পয়েন্ট করে পেয়েছে কোলড়া বীনাপানি ক্লাব ও মাকড়দহ আমরা নতুন ক্লাব। প্রতিটি দলই দু’টি করে ম্যাচ খেলেছে। বাকি রয়েছে একটি করে ম্যাচ। অন্য দিকে, সুপার ডিভিশন লিগে দু’টি ম্যাচ খেলে ৪ পয়েন্ট পেয়ে প্রথম স্থানে রয়েছে খাঁটোরা নেতাজি সঙ্ঘ। একটি ম্যাচ খেলে ৩ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ডোমজুড় যুগান্তর ব্যায়াম সমিতি। একটি ম্যাচ খেলে ১ পয়েন্ট পেয়েছে মাকড়দহ ইউনিয়ন ক্লাব। কাটলিয়া কিশোর সঙ্ঘ দু’টি ম্যাচেই হার স্বীকার করেছে। মাকড়দহ ইউনিয়ন ও যুগান্তরের একটি খেলা মাঠে ঝামেলার জন্য বাতিল হয়ে গিয়েছে। ডোমজুড় থানা স্পোটর্স অ্যাসোসিয়েশনের এক কর্তা বলেন, ‘‘সুপার ফোরের খেলাগুলি হচ্ছে ডোমজুড় প্রাচ্যভারতী ক্রীড়াঙ্গন ও মাকড়দহ ইউনিয়ন মাঠে। মাঠে গণ্ডোগোলের জন্য একটি ম্যাচ বাতিল করতে হয়েছে। সেই ম্যাচটি নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement