‘নারীর অধিকার’ শীর্ষক একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল হুগলির শ্রীরামপুরে। সম্প্রতি ওই অনুষ্ঠানের আয়োজন করে স্থনীয় সংগঠন ‘আমি সেই মেয়ে’। নৃত্যনাট্য এবং সঙ্গীত পরিবেশন করে মঞ্চ মাতালেন অন্তত ৭০ জন শিল্পী। উদ্যোক্তাদের তরফে কৌস্তভ পাল জানান, অনুষ্ঠানটিকে চার ভাগে সাজানো হয়েছিল। ১) সমাজ, ২) রবীন্দ্রনাথ ঠাকুর ও নারী, ৩) রোমান্টিকতায় নারী এবং ৪) শক্তি ও নারী। শ্রীরামপুর রবীন্দ্রভবনে আয়োজিত অনুষ্ঠানে মোট দশটি নাচ পরিবেশিত হয়। তার মধ্যে দু’টি আয়োজক সংস্থার প্রযোজনায়। বিভিন্ন জেলার শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। নাচের পাশাপাশি সঙ্গীতানুষ্ঠান হয়। এর পরে এক ঘণ্টার একাঙ্ক নাটক ‘দুই নারীর উপাখ্যান’ মঞ্চস্থ হয় শ্যামনগরের রিদম সেন্টার ফর পারফর্মিং আর্টের পরিবেশনায়। মনসা মঙ্গল কাব্যের উপর ভিত্তি করে নাটকটি রচিত। কয়েকশো দর্শক অনুষ্ঠান উপভোগ করেন। তার আগের দিন শ্রীরামপুরের চেশায়ার হোমে গিয়ে সেখানকার আবাসিকদের হাতে প্রাতঃরাশ তুলে দেওয়া হয় আয়োজক সংস্থাটির উদ্যোগে।