টুকরো খবর

অর্থলগ্নি সংস্থা গড়ে সাধারণ মানুষের টাকা আত্মসাতের অভিযোগে বিজেপির এক নেতাকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে আরামবাগ বাসস্ট্যান্ড থেকে তরুণ সাহা নামে ওই নেতাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তাঁর বাড়ি খানাকুলে। আরামবাগের গৌরহাটি দুর্গাদাস বালিকা বিদ্যালয়ের কয়েকজন শিক্ষিকার অভিযোগ পেয়ে তরুণবাবুকে ধরা হয়। বুধবার ধৃতকে আরামবাগ আদালতে তোলা হলে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Advertisement
শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৪ ০০:৪১
Share:

অর্থলগ্নি সংস্থার প্রতারণা, বিজেপি নেতা গ্রেফতার

Advertisement

নিজস্ব সংবাদদাতা • খানাকুল

অর্থলগ্নি সংস্থা গড়ে সাধারণ মানুষের টাকা আত্মসাতের অভিযোগে বিজেপির এক নেতাকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে আরামবাগ বাসস্ট্যান্ড থেকে তরুণ সাহা নামে ওই নেতাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তাঁর বাড়ি খানাকুলে। আরামবাগের গৌরহাটি দুর্গাদাস বালিকা বিদ্যালয়ের কয়েকজন শিক্ষিকার অভিযোগ পেয়ে তরুণবাবুকে ধরা হয়। বুধবার ধৃতকে আরামবাগ আদালতে তোলা হলে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। তরুণবাবু তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, “আইন ব্যবস্থার উপর আমার ভরসা আছে। তদন্তে নেমে পুলিশ জেনেছে, তরুণবাবু বিজেপি-র জেলা কোষাধ্যক্ষ। নিজের অর্থলগ্নি প্রতিষ্ঠান (ভলকেনো ইনফ্রা প্রাইভেট লিমিটেড) ছাড়াও নিজেকে বিভিন্ন অর্থলগ্নি সংস্থার এজেন্ট দাবি করে খানাকুল, আরামবাগ-সহ বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ টাকা আমানত তুলে প্রতারণা করেন তিনি। তাঁর বিরুদ্ধে আরামবাগ মহকুমার কয়েকটি থানায় অভিযোগও রয়েছে। এই বিষয়ে বিজেপি-র রাজ্য কমিটির সদস্য তথা গত বিধানসভা নির্বাচনে আরামবাগ বিধানসভার প্রার্থী মধুসূদন বাগ বলেন, “বিজেপি দুর্নীতির সঙ্গে আপোস করে না। পুলিশ আইনগত পদক্ষেপ নিয়েছে। দোষ প্রমাণ হলে দলও পদক্ষেপ নেবে।”

Advertisement

গুড়িয়া হত্যা মামলায় সাক্ষ্য দিলেন দো-ভাষী

নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া

গুড়াপের দুলাল স্মৃতি সংসদ হোমের আবাসিক গুড়িয়া হত্যা মামলায় বুধবার সাক্ষ্য দিলেন উত্তর দিনাজপুরের মূক ও বধিরদের একটি হোমের অধ্যক্ষ পার্থসারথি ঘোষ। চুঁচুড়া আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (ফাস্ট কোর্ট) অরূপ বসুর এজলাসে তিনি জানান, দুলাল স্মৃতি সঙ্ঘের কয়েক জন মূক ও বধির মেয়ের দো-ভাষী হিসেবে পুলিশকে তাঁদের জবানবন্দি দিতে সাহায্য করেছিলেন। সুজিত সরখেল নামে এক মনোবিদও এ দিন আদালতে সাক্ষ্য দেন। মঙ্গলবার হোমের চার আবাসিক সাক্ষ্য দিয়েছিলেন। মামলার সরকারি আইনজীবী বিদ্যুৎ রায়চৌধুরী এ দিন আদালতকে জানান, ঘটনার তদন্তে ওই হোমের আরও কয়েক জন আবাসিকের বক্তব্য রেকর্ড করা হয়েছিল। কিন্তু তাঁদের নাম চার্জশিটে সাক্ষী হিসেবে রাখা হয়নি। বিদ্যুৎবাবু ওই আবাসিকদের এবং তদন্তকারী ফরেন্সিক বিশেষজ্ঞের সাক্ষ্যগ্রহণের আবেদন করেন বিচারকের কাছে। বিচারক ওই আবেদন গ্রহণ করে আগামী ২১ এবং ২২ জুলাই তাঁদের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।

বাস-লরি সংঘর্ষে মৃত্যু, অবরোধ মুথাডাঙায়

দুর্ঘটনার পরে রাস্তা অবরোধে জনতা। ছবি: মোহন দাস।

বাস ও লরির সংঘর্ষে মারা গেলেন এক বাসযাত্রী। জখম হয়েছেন ২০ জন। আহতদের মধ্যে লরির চালক-সহ ৭ জনকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে আরামবাগের মুথাডাঙায়। পুলিশ জানায় মৃত যুবকের বয়স আনুমানিক ৩৫। রাত পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটি গোঘাটের বদনগঞ্জ থেকে কলকাতায় যাচ্ছিল। সকাল সাড়ে ৬ টা নাগাদ মুথাডাঙায় প্রথমে একটি লরির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সময় পিছন থেকে দ্রতগতিতে আসা আর একটি লরি সরাসরি বাসটির পিছনে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি প্রচণ্ড জোরে যাচ্ছিল। উল্টোদিক থেকেও খুব জোরে আসা লরিটির সঙ্গে বাসের সংঘর্ষ হয়। ঠিক তখনই বাসের পিছনে এসে আর একটি লরি ধাক্কা মারলে বাসটি একটি বিদ্যুৎস্তম্ভে ধাক্কা মেরে এগিয়ে যায়। সেই সময় সামনের লরিচালকের মাথা জানলার বাইরে বেরিয়েছিল। বাসের ধাক্কায় তাঁর মাথার খুলি উড়ে যায়। স্থানীয় মানুষ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠায় পুলিশ। দুর্ঘটনার জেরে রাস্তা অবরোধ করেন স্থানীয় মানুষ। প্রায় ঘন্টা তিনেক যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। তিনটি গাড়িই আটক করেছে পুলিশ। অন্যদিকে এ দিনই সকাল সাতটা নাগাদ আরামবাগের কাবলে সংলগ্ন হিয়াতপুরে মোটর সাইকেলের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়। পুলিশ জানায় মৃতার নাম নির্মলা প্রতিহার (৬৪)। বাড়ি স্থানীয় সারাটি গ্রামে। তিনি ছেলে সুকান্তর সঙ্গে সাইকেলে যাচ্ছিলেন। গুরুতর জখম সুকান্তকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৬ দোষীর জামিন

চিকিৎসক সুশীল পাল হত্যা মামলায় হাওড়া জেলা আদালতে দোষী সাব্যস্ত হওয়া আরও ছ’জন বুধবার কলকাতা হাইকোর্টে জামিন পেয়েছেন। ডিভিশন বেঞ্চ যে-ছ’জনকে জামিন দিল, তাঁরা হলেন বিশ্বজ্যোতি বসু, অমিত বন্দ্যোপাধ্যায়, সুরিন্দর অগ্রবাল, মুমতাজ খান, শুভনারায়ণ ঘোষ ও প্রহ্লাদ সরকার। ১০ জুলাই জামিন পান পিয়ালি দাস মণ্ডল এবং চন্দন ডোম ওরফে গব্বর। শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালের চিকিৎসক সুশীলবাবু ২০০৪ সালে বালির এক নার্সিংহোমে খুন হন। গত ২১ এপ্রিল ওই মামলায় ১২ জনকে দোষী সাব্যস্ত করে। সরকারি আইনজীবী তাঁদের জামিনের বিরোধিতা করেছিলেন।

জয়ী হাওড়া

ভারতীয় জীবন বিমা আয়োজিত পূর্বাঞ্চল আন্তঃডিভিশন ভলিবলে খেতাব জিতেছে হাওড়া। তারা ফাইনালে ২৫-১০, ২৫-১৮, ২৫-১২ পয়েন্টে কলকাতা সাবার্বনকে হারিয়েছে। বর্ধমান অরবিন্দ স্টেডিয়ামে ওই প্রতিযোগিতায় ১০টি দল যোগ দিয়েছিল।

দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে এ ভাবেই দাঁড়িয়ে থাকে সারি সারি ট্রাক। মাঝেমধ্যে দুঘর্টনা ঘটলেও এক্সপ্রেসওয়ের ধারে

বেআইনি ট্রাক পার্কিং বন্ধে নির্বিকার পুলিশ -প্রশাসন। হুগলির দাদপুরে ছবিটি তুলেছেন প্রকাশ পাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement