টুকরো খবর

হাওড়ার কলাবাগান লেনের একটি বাড়িতে ঢুকে এক মহিলাকে খুনের চেষ্টার অভিযোগে এক যুবতীকে গ্রেফতার করল পুলিশ। সেই সঙ্গে এই ঘটনায় ওই পরিবারেরই এক ছেলে জড়িত বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সৌমি সান্যাল। তাঁকে শুক্রবার হাওড়া আদালতে তোলা হলে বিচারক দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

Advertisement
শেষ আপডেট: ১২ জুলাই ২০১৪ ০২:৪৩
Share:

খুনের চেষ্টা, গ্রেফতার ১

Advertisement

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

হাওড়ার কলাবাগান লেনের একটি বাড়িতে ঢুকে এক মহিলাকে খুনের চেষ্টার অভিযোগে এক যুবতীকে গ্রেফতার করল পুলিশ। সেই সঙ্গে এই ঘটনায় ওই পরিবারেরই এক ছেলে জড়িত বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সৌমি সান্যাল। তাঁকে শুক্রবার হাওড়া আদালতে তোলা হলে বিচারক দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। হাওড়া সিটি পুলিশের ডিসি (সদর) নিশাত পারভেজ বলেন, “এই ঘটনায় ওই পরিবারেরই এক ছেলে জড়িত বলে বলে মনে করা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।” বৃহস্পতিবার রাতে বৈদ্যনাথ কুণ্ডু নামে হাওড়ার এক বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসায়ীর বাড়িতে দুই যুবতী গিয়ে তাঁর স্ত্রী-র পেটে এলোপাথাড়ি ছুরি চালায় বলে অভিযোগ। চিৎকার চেঁচামেচিতে এক যুবতী পালিয়ে গেলেও আর এক জন ধরা পড়ে যায়। প্রাথমিক তদম্তে পুলিশ জেনেছে, বৈদ্যনাথবাবুর স্ত্রীকে খুনের উদ্দেশ্য ছিল না ওই দুই যুবতীর। তাদের উদ্দেশ্য ছিল ওই পরিবারের ছোট বৌমা ও তার এক বছরের শিশুপুত্রকে খুন করা। বৈদ্যনাথবাবুর স্ত্রী তাদের বাধা দেওয়াতেই তাঁকে ছুরির আঘাত করা হয়। পরে পালাতে গেলে সৌমি ধরা পড়ে যায়। তবে কেন ওই পরিবারের ছোট বৌমা ও শিশুপুত্রকে ওই দুই যুবতী খুনের চেষ্টার ছক কষেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

মাকে কুপিয়ে খুনের অভিযোগে ধৃত ছেলে

নিজস্ব সংবাদদাতা • আমতা

মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধারালো অস্ত্রের আঘাতে জখম হন ওই যুবকের স্ত্রীও। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার আমতার আলতারা গ্রামে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম ফিরোজা বিবি (৬০)। তাঁকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ছেলে মেহরাজকে। ওই যুবক কিছুটা মানসিক ভারসাম্যহীন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেহরাজ পেশায় চশমার কাচ তৈরির কারিগর। সাংসারিক কারণে এ দিন দুপুরে স্ত্রী রুবি বেগমের সঙ্গে মেরহাজের বচসা বাধে। তার জেরে মেহরাজ স্ত্রীকে ছুরি দিয়ে কোপাতে থাকে বলে অভিযোগ। মেহরাজের মা চিৎকার করে তাকে এই কাজ করতে বারণ করেন। তখনই স্ত্রীকে ছেড়ে মেহরাজ মায়ের উপরে চড়াও হন বলে অভিযোগ। ঘটনাস্থলেই মারা যান ওই প্রৌঢ়া। রুবির চিৎকার শুনে গ্রামবাসীরা এসে মেহরাজকে ধরে পুলিশের হাতে তুলে দেন। রুবিকে প্রথমে নিয়ে যাওয়া হয় ডোমজুড় গ্রামীণ হাসপাতালে। পরে সেখান থেকে তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করানো হয়। পুল্শি গিয়ে ফিরোজা বিবির দেহ উদ্ধার করে।

হিন্দমোটর কারখানা খোলার দাবিতে অবস্থান

নিজস্ব সংবাদদাতা • উত্তরপাড়া

রাজ্যের একমাত্র মোটরগাড়ি কারখানা, উত্তরপাড়ার হিন্দুস্তান মোটরস খোলার দাবিতে শুক্রবার দিনভর অবস্থান করল সিপিএম প্রভাবিত শ্রমিক সংগঠন সিটু। হিন্দমোটর স্টেশন সংলগ্ন এলাকায় ওই অবস্থানে সিটু ছাড়াও সিপিএমের মহিলা, যুব, ছাত্র-সহ বিভিন্ন সংগঠন যোগ দিয়েছিল। আন্দোলনকারীদের দাবি,অবিলম্বে ওই কারখানা খুলতে হবে এবং শ্রমিকদের বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে। এ ব্যাপারে রাজ্য সরকারের তরফে উপযুক্ত পদক্ষেপেরও দাবি তোলেন তারা। এ দিন ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএমের জেলা সম্পাদক সুদর্শন রায়চৌধুরী, জেলা সিটু নেতা সুনীল সরকার প্রমুখ। কারখানা খোলার দাবিতে এ দিন বিকেলে মিছিল করে তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-ও। মূলত আর্থিক মন্দার কারণ দেখিয়ে গত ২৪ মে ওই কারখানায় ‘সাসপেনশন অব ওয়ার্ক’-এর কথা ঘোষণা করেন কর্তৃপক্ষ। রাজ্য সরকারের মধ্যস্থতায় একাধিক বৈঠক হলেও কারখানা খোলার ব্যাপারে ইতিবাচক কোনও সিদ্ধান্ত এখনও হয়নি।

ধর্ষণের অপরাধে পাঁচ বছরের জেল

নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া

ধর্ষণের অপরাধে সমীর হাজরা নামে এক ব্যাক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন উলুবেড়িয়া মহকুমা আদালতের দায়রা র্জজ সুভাশিষ ঘোষ। ১৬ জনের স্বাক্ষরের ভিত্তিতে বৃহস্পতিবার ওই ব্যক্তিকে দোষি সব্যস্ত করা হয়। এবং শুক্রবার বিচারক রায় দেন। ২০১২ সালের ১৩ মে এক প্রতিবেশি কিশোরিকে ধর্ষণ করে সমীর। ১৬ মে গ্রেফতার করা হয় তাঁকে। তারপর ধর্ষণের মামলা শুরু হয়। জেল হেফাজতের সঙ্গে সঙ্গে ২০০০ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন আদালত। যদি জরিমানা না দিতে পারে তাহলে আরও ছ’মাসের জেল হেফাজত হবে অপরাধীর।

নাবালিকাকে যৌন নির্যাতনে ধৃত যুবক

নিজস্ব সংবাদদাতা • পাণ্ডুয়া

বছর আটেকের এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে পড়শি এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে পাণ্ডুয়ার মুকুটপুরের বাসিন্দা অলোক বাগ নামে ওই যুবককে ধরা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ অলোক লজেন্স দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই নাবালিকাকে গ্রামের একটি বন্ধ দোকানের পিছনে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ। নাবালিকা বাড়ি ফিরে ঘটনার কথা জানায়। তার মা অলোকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। শুক্রবার ধৃতকে চুঁচুড়া আদালতে হাজির করানো হয়। ডাক্তারি পরীক্ষা করানো হয় ওই নাবালিকার।

শিশুকে ধর্ষণের অভিযোগে ধৃত

নিজস্ব সংবাদদাতা • ডানকুনি

বছর ছয়েকের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল ডানকুনি থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে ডানকুনির গোবরার বাসিন্দা অভয় মান্না নামে বছর বিয়াল্লিশের ওই যুবককে ধরা হয়। অভয় এবং শিশুটির বাবা দু’জনেই কাঠমিস্ত্রির কাজ করেন। সেই সুবাদে দু’জনে পরিচিত। শিশুটির বাড়িতে আসা-যাওয়াও করত অভয়। বুধবার দুপুরে শিশুটিকে ডেকে অভয় কাছেই কাঠগোলায় নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। মেয়ের কাছ থেকে সব শুনে বৃহস্পতিবার বিকেলে অভয়ের নামে থানায় অভিযোগ দায়ের করেন মেয়েটির বাবা।

শ্যামপুরে বিজেপির প্রতিনিধিরা

নিজস্ব সংবাদদাতা • শ্যামপুর

হাওড়ার শ্যামপুরের কোলিয়া ঘোষপুরে বজ্রাঘাতে মৃত ন’জনের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানালেন বিজেপি নেতারা। শুক্রবার হাওড়া গ্রামীণ জেলা বিজেপির পক্ষ থেকে এক দল প্রতিনিধি এই গ্রামে যান। প্রতিনিধি দলের নেতা তথা গ্রামীণ জেলা বিজেপির সভাপতি গৌতম রায় বলেন, ‘‘মৃতদের পরিবারগুলি গরিব। রাজ্য সরকারের কাছে এই পরিবারগুলির জন্য ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছি।’’ গত বৃহস্পতিবার দুপুরে এই গ্রামে একশো দিনের প্রকল্পে একটি শ্মশান সংস্কারের কাজ করতে গিয়ে বাজ পড়ে ৯ মজুর মারা যান। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পুলিশের ঝুলন্ত দেহ

নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া

গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় হুগলি জেলা পুলিশের এক সাব-ইন্সপেক্টরের ঝুলন্ত দেহ উদ্ধার হল চুঁচুড়া পুলিশ লাইনের পুলিশ ব্যারাক থেকে। শুক্রবার সকালে। মৃত রবি মণ্ডলের (৫০) বাড়ি বাঁকুড়ায়। পুলিশের অনুমান, অসুস্থতার কারণে মানসিক অবসাদে আত্মঘাতী হন রবিবাবু।

হাজিরার তথ্য রাখতে বিডিও অফিসে নয়া পদ্ধতি

কর্মচারীদের হাজিরা সংক্রান্ত তথ্য নথিভুক্ত করার জন্য খানাকুল-২ ব্লক অফিসে চালু হয়েছে ‘বায়োমেট্রিক অ্যাটেনডেন্স সিস্টেম’। অর্থাৎ, বিশেষ যন্ত্রে আঙুলের ছাপ দিয়ে প্রবেশ। বৃহস্পতিবার থেকে ওই অফিসে নতুন পদ্ধতিতেই কর্মীদের হাজিরার তথ্য নথিবদ্ধ হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হুগলিতে কোনও সরকারি অফিসে এমন ব্যবস্থা এই প্রথম। খানাকুল-২ ব্লকের বিডিও অনুপকুমার মণ্ডল জানান, এই প্রযুক্তি ব্যবহারের ফলে কর্মীদের হাজিরা সংক্রান্ত যাবতীয় তথ্য কম্পিউটারে নথিবদ্ধ থাকবে। তিনি অফিসের কাজে জেলায় বা অন্যত্র কোথাও থাকলেও সেই তথ্যও সংগৃহীত থাকবে। ফলে, হাজিরা সংক্রান্ত কোনও রকম গরমিলের সম্ভাবনা থাকছে না। এই ব্যবস্থাপনার জন্য ১২ হাজার টাকা খরচ হয়েছে।

অস্বাভাবিক মৃত্যু হল শিশুর

টিভি সিরিয়ালের অনুকরণ করে বোনকে দেখাতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল এক শিশুর। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপ থানার দাসপাড়া গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত ওই শিশুর নাম শুকদেব দাস (৭)। সে স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ত। পুলিশ সূত্রের খবর, এ দিন দুপুর ২টো নাগাদ বোন টুম্পাকে নিয়ে শুকদেব ঘরে খেলছিল। তাদের মা ঘরের কাজ সারছিলেন। হঠাৎ টুম্পার চিৎকারে তিনি ছুটে আসেন। দেখেন, জানালায় গলায় গামছার ফাঁস লাগিয়ে শুকদেব ঝুলছে। তাড়াতাড়ি তাকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ট্রাকের ধাক্কায় মৃত্যু প্রৌঢ়ের

একটি ছোট ট্রাকের ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহী এক প্রৌঢ়ের। শুক্রবার ভোরে দুর্ঘটনাটি ঘটে তারকেশ্বরের সন্তোষপুর পঞ্চায়েতের বিষ্টুবাটিতে। মৃতের নাম মোহন্ত কর্মকার (৫০)। বাড়ি ধনেখালির গোপীনগরে। তিনি সাইকেলে ঘুরে ছুরি-কাঁচি শান দেওয়ার কাজ করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ছ’টা নাগাদ মোহন্তবাবু সাইকেল নিয়ে কাজে বেরিয়ে বিষ্টুবাটিতে তারকেশ্বর-আরামবাগ রোডের ধারে একটি চায়ের দোকানে ঢুকতে যাচ্ছিলেন। সেই সময় পুরশুড়ামুখী মাছবোঝাই ছোট ট্রাকটির ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠায় পুলিশ। ট্রাকটিকে আটক করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে চালককে।

স্কুলে বিক্ষোভ

শিক্ষকের ঘাটতি পূরণ, প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা-সহ বিভিন্ন দাবিতে শুক্রবার আরামবাগের নৈসরাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ঘরের সামনে মিনিট পঁয়তাল্লিশ বিক্ষোভ দেখাল সেখানকার বৃত্তিমূলক শাখার ছাত্রেরা। বিক্ষোভকারীদের বিরুদ্ধে তাঁকে কটূক্তি এবং হুমকি দেওয়ার অভিযোগ তোলেন প্রধান শিক্ষক সমরেন্দ্রনাথ কোনার। যদিও তা মানেনি বিক্ষোভকারীরা।

অসুস্থ স্কুলপড়ুয়া

স্কুল শুরুর আগে শনিবার সকালে আইসক্রিম খেয়ে অসুস্থ হয়ে পড়ে তারকেশ্বরের মৌজপুর ভারতীয় বিদ্যামন্দিরের অন্তত ৪২ জন ছাত্রছাত্রী। অধিকাংশই পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণির। বমি, বুক জ্বালা এবং শ্বাসকষ্টের উপসর্গ থাকায় তাদের বৈদ্যপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। কয়েক জনকে অক্সিজেন দেওয়া হয়। তবে, প্রত্যেকেরই অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান।

আরামবাগ-বিষ্ণুপুর রাস্তার অবস্থা। কালীপুরের কাছে ছবি তুলেছেন মোহন দাস।

চাষে নেমেছে ট্রাক্টর। আরামবাগে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement