প্রতীকী ছবি।
২০২৫-এর উচ্চ মাধ্যমিক ঘিরে আরও বেশি সতর্কতার পথে শিক্ষা সংসদ। স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রগুলি নিয়ে বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। শিক্ষা সংসদ সূত্র জানিয়েছে ওই কেন্দ্রগুলিতে রেডিয়ো ফ্রিকোয়েন্সি ডিটেক্টর (আরএফডি) নামক বিশেষ যন্ত্র বসানো হবে। এর পাশাপাশি, সমস্ত স্কুলকে মেটাল ডিটেক্টর ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
গত বছর নিরাপত্তার স্বার্থে স্কুলগুলিকে সিসিটিভি লাগানোর নির্দেশ দেওয়া হয়েছিল শিক্ষা সংসদের তরফে। এ ছাড়াও যে সমস্ত স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্র ছিল, সেগুলির নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে মেটাল ডিটেক্টর ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও পরীক্ষা শুরুর খানিক পরেই বেশ কিছু জেলায় উচ্চ মাধ্যমিকের প্রশ্ন সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ২০২৫-এর উচ্চ মাধ্যমিকে যাতে এমন পরিস্থিতি ফের না দেখা যায়, তারই প্রস্তুতি নিতে তৎপর শিক্ষা সংসদ। কাউন্সিলের সচিব প্রিয়দর্শিনী মল্লিক বলেন, ‘‘প্রত্যেক বছরই নিরাপত্তা আঁটসাঁট করার ব্যবস্থা করি। গত বছর সিসিটিভি বাধ্যতামূলক ছিল, এই বছর মেটাল ডিটেক্টর রাখার অনুরোধ করেছি স্কুলগুলিকে।’’
কী এই আরএফডি ডিভাইস? স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রগুলি এই ডিভাইস ব্যবহারে কী সুবিধা হবে শিক্ষা সংসদের?
ছোট্ট এই যন্ত্রটি সহজেই বলে দেবে, পরীক্ষার হলে পরীক্ষার্থীরা কোনও ‘ইলেকট্রনিক গ্যাজ়েট’ নিয়ে প্রবেশ করেছে কি না। খবর, পরীক্ষার নিরাপত্তের দায়িত্বে থাকা ‘ভেন্যু সুপারভাইজ়র’দের কাছে এই যন্ত্রটি থাকবে। পরীক্ষামূলক ভাবে এই ডিভাইসের ব্যবহার হয়েছিল বেশ কিছু বছর আগে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায়। পরবর্তী কালে পরীক্ষা চলাকালীন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ও সচিব ব্যবহার করেছিলেন এই ডিভাইস। ২০২৫-এর পরীক্ষার সময় স্পর্শকাতর স্কুলগুলির হাতে তুলে দেওয়া হবে আরএফডি যন্ত্র। ৩১ জানুয়ারির মধ্যে সমস্ত জেলার কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রের। সেই রিপোর্ট আসার পরেই কতগুলি পরীক্ষাকেন্দ্রে আরএফডি যন্ত্র দেওয়া হবে, তা ঠিক করা হবে।
উল্লেখ্য, গত বছর থেকে পরীক্ষাকেন্দ্রে মেটাল ডিটেক্টর-এর ব্যবহার শুরু হয়েছে। শিক্ষা সংসদ সূত্রে খবর, এ বছর আড়াই হাজার মতো পরীক্ষাকেন্দ্রে এর ব্যবহার হবে। কলেজিয়াম অফ অ্যাসিস্ট্যন্ট হেডমাস্টার্স অ্যান্ড হেড মিস্ট্রেসেস-এর সাধারণ সম্পাদক সৌদীপ্ত দাস বলেন, ‘‘আমরা এই বিষয়কে স্বাগত জানাচ্ছি। সর্বভারতীয় স্তরের পরীক্ষার সময় পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে পরীক্ষার্থীদের প্রথমে ‘বডি ফ্রিস্কিং’-এর মাধ্যমে যাচাই করা হয়, তার পর তাঁরা পরীক্ষা দিতে পারেন।’’
’২৫-এর ৩ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক, চলবে ১৮ মার্চ পর্যন্ত। গত বছর পরীক্ষার প্রশ্নপত্রে কিউআর কোড ব্যবহার-সহ আরও কড়া নিরাপত্তা গ্রহণ করা হয়েছিল। সেই মতো ’২৫-এর উচ্চ মাধ্যমিকেও একাধিক ব্যবস্থা নিতে তৎপর শিক্ষা সংসদ।