দুষ্কৃতী-তাণ্ডব, বোমায় আতঙ্ক শ্রীরামপুরে
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর
এক দুষ্কৃতীর খোঁজে এসে তাকে না পেয়ে এলাকায় তাণ্ডব চালালো অন্য একদল দুষ্কৃতী। সোমবার ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের তারাপুকুরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন রাত ১১টা নাগাদ তিন দুষ্কৃতী তারাপুকুর ক্লাবের মাঠের কাছে লুকিয়ে ছিল। সেই সময় স্থানীয় এক যুবক তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিল। দুষ্কৃতীরা তার পথ আগলে গাড়ির কাচ ভেঙে দেয় বন্দুকের বাট দিয়ে। পরে ওই যুবককে দেখে তাদের ভুল হয়েছে ভেবে তাকে ছেড়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। তারা চলে গেলে রাতে ফের শুরু হয় বোমাবাজি। কয়েকটি বাড়ির জানালার কাচ ভেঙে দেওয়া হয়। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। যদিও তার আগেই চম্পট দেয় দুষ্কৃতীরা। তৃণমূল নেতা ও পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল উত্তম রায় বলেন, “দুষ্কৃতী তাণ্ডবে মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন। পুলিশের অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত।
তাপসের মন্তব্য, স্মারকলিপি কংগ্রেসের
নিজস্ব সংবাদদাতা • চন্দননগর
তাপস পালের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে হুগলি লোকসভার কংগ্রেস প্রার্থী প্রীতম ঘোষের নেতৃত্বে চন্দননগর মহাকুমা শাসকের দফতরে এক স্মারকলিপি দেওয়া হয় কংগ্রেসের পক্ষ থেকে। অভিনেতা ও সাংসদ তাপস পাল চন্দননগরের বাসিন্দা হয়ে এই ঐতিহাসিক শহরের নাম করে যে মন্তব্য করেছে তাতে চন্দননগরবাসীকে অসম্মান করা হয়েছে। এর প্রতিবাদে মহাকুমাশাসকের দফতরের সামনে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রীতম ঘোষ মানস মুখোপাধ্যায় প্রমুখ।
মই থেকে পড়ে মৃত
সোমবার বিকালে খানাকুলের রঞ্জিতবাটি গ্রামে বাড়ির কাজ করার সময় মই থেকে পড়ে মৃত্যু হল বৃদ্ধের। পুলিশ জানায় তাঁর নাম বলরাম মাইতি (৭৫)।
সংস্কার হয় না রাস্তা। তবে নীল-সাদায় রাঙিয়ে তোলা হচ্ছে ডিভাইডার।
আরামবাগ লিঙ্ক রোডের ছবি তুলেছেন মোহন দাস।
বাসের মাথায় বিপজ্জনক সওয়ারি। বাগনানে মুম্বই রোডে সুব্রত জানার তোলা ছবি।