যুবকের অস্বাভাবিক মৃত্যু, আত্মহত্যায় প্ররোচনার নালিশ
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ
সোমবার বিকালে আরামবাগের কীর্তিচন্দ্রপুরে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় তাঁর প্রাক্তন স্ত্রীর প্রেমিকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়ছে, মৃতের নাম তপন সরেন (৩০)। এ দিন নিজের ঘরে তপনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের ভাই বৈদ্যনাথ সরেন থানায় দাদার প্রাক্তন স্ত্রী উত্তরা সরেন ও তার প্রেমিক অমর সর্দারের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানায়, অভিযুক্তরা পলাতক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে তপন কোনও কারনে প্রাক্তন স্ত্রী উত্তরার সঙ্গে দেখা করতে যান নৈসরাই গ্রামে। বৈদ্যনাথের অভিযোগ, দাদা সেখানে যাওয়ায় অমর সর্দার তাঁকে লাঠি দিয়ে মারে। আহত অবস্থায় দাদা বাড়ি ফিরে অপমানে গলায় দড়ি দেন। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
ইভ-টিজিংয়ের দায়ে ধৃত তিন
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ
কলেজ থেকে বাড়ির পথে তিন মদ্যপ যুবকের হাতে হেনস্থা হলেন তিন ছাত্রী। তাঁদের প্রতি কটূক্তি করে, গায়ে ঠান্ডা বিয়ারের বোতল ঠেকিয়ে ‘ঠান্ডা’ হওয়ার পরামর্শ দেয় ওই যুবকরা। দুই সিভিক পুলিশ আরামবাগ থানায় খবর দিলে পুলিশ এসে তিন যুবককে ধরে। বুধবার ধৃতদের আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন নাকচ করে ১৪ দিন জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে ওই তিন ছাত্রী বাস ধরতে আরামবাগ বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন। হঠাৎই কাছে একটা বার থেকে তিন যুবক এসে তাঁদের উদ্দেশে নানা কথা ছুড়ে দিতে থাকে। মোবাইল নম্বর চায়। সাড়া না দিয়ে অন্যত্র সরে গেলেও রেহাই মেলেনি। ভয়ে গলা শুকিয়ে যাওয়ায় ওই ছাত্রীরা ব্যাগ থেকে বোতল বের করে জল খান। ছেলেগুলি জল খেতে চায়। এক তরুণী বলেন, “বুঝতে পারছিলাম ওরা মদ্যপ, তাই জল দিইনি।” এর পরে একটি ছেলে মেয়েদের গায়ে ঠান্ডা বিয়ারের বোতল ঠেকায় বলে অভিযোগ। এ সময় দুই সিভিক পুলিশ জানতে চান, ছেলেগুলি বিরক্ত করছে কি না। মেয়েরা অভিযোগ শুনে তাঁরা থানায় ফোন করেন। ওই তিন যুবককে গ্রেফতার করা হয়।
প্রধান নির্বাচনের জন্য নির্দেশ
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া
অসুস্থতার কারণে উলুবেড়িয়া-১ ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিকাশচন্দ্র সাধুখাঁ সম্প্রতি পদত্যাগ করায় দ্রুত ওই পদে নির্বাচনের দিন স্থির করার জন্য সেখানকার সদস্যদের নির্দেশ দিলেন বিডিও দেবব্রত রায়। আপাতত অস্থায়ী ভাবে প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন উপপ্রধান অনিতা ঘোড়ুই। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, গত ২৮ মে বিকাশবাবু অসুস্থতার কারণে প্রধান পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন ব্লক প্রশাসনের কাছে। পঞ্চায়েতে এ নিয়ে আলোচনার পরে ২৬ জুন বিকাশবাবুর পদত্যাগপত্র গৃহীত হয়। ২৭ জুন অনিতাদেবীকে দায়িত্বভার বুঝিয়ে দেন বিকাশবাবু। বিডিও বলেন, “পঞ্চায়েতের কাজকর্ম যাতে কোনও ভাবে ব্যাহত না হয় তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত প্রধান নির্বাচনের দিন স্থির করতে বলা হয়েছে পঞ্চায়েতের সদস্যদের।”
লরির ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ
মঙ্গলবার দুপুরে আরামবাগের গড়বাড়িতে লরির চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। আহত হন আরও দুই সাইকেল আরোহী তাঁদের আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতলে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম তাপস বাড়ুই (৩২)। তাঁর বাড়ি জাঙ্গিপাড়া থানার ফসপুরে। আরামবাগে কাজ সেরে বাড়ি ফেরার পথে পিছন থেকে দ্রুতগতিতে আসা একটি লরি তাঁকে চাপা দেয়। এর পর দ্রুত পালাতে গিয়ে লরিটি একটি সাইকেলকে ধাক্কা মারে। সাইকেলে থাকা এক বালক সহ দু’জন গুরুতর জখম হয়। লরিটির খোঁজ চলছে বলে পুলিশ জানিয়েছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
স্কুলে চুরি
তালা ভেঙে খানাকুলের ঠাকুরানিচক ইউনিয়ন হাইস্কুল থেকে চুরি গেল ১০টি কম্পিউটার। সোমবার রাতের ঘটনা। মঙ্গলবার স্কুলে এসে মূল ফটকের তালা ভাঙা দেখেন এক চতুর্থ শ্রেণির কর্মী। দেখা যায়, দোতলার কোলাপসিবল গেটের এবং কম্পিউটার ঘরেরও তালা ভাঙা। থানায় অভিযোগ দায়ের করেন প্রধান শিক্ষক।