Celebrity Marriage

২৩৩ বছরের পুরনো দুর্গে দ্বিতীয় বার গাঁটছড়া! রাজস্থানে রাজকীয় সাজে অদিতি-সিদ্ধার্থ

দুর্গের ধূসর দেওয়ালে সাদা ফুলের সমারোহ। লাল লেহঙ্গা, মিনাকারি রত্নখচিত গয়নায় নিজেকে সাজিয়েছেন অদিতি। সিদ্ধার্থের বরপোশাকে সাদার দ্যুতি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১৮:১৩
Share:

আনুষ্ঠানিক বিয়ের পর অদিতি রাও হায়দারি-সিদ্ধার্থ। ছবি: ইনস্টাগ্রাম।

আরও এক বার বিয়ে। আরও এক বার ঐতিহ্যপূর্ণ স্থান। সাজেও সেই সাবেকিয়ানা। আনুষ্ঠানিক ভাবে দ্বিতীয় বার বিয়ে সারলেন অদিতি রাও হায়দারি-সিদ্ধার্থ। বিয়ের বাসর বসেছিল তেমনই রাজকীয় জায়গায়। রাজস্থানের ২৩৩ বছরের পুরনো আলিলা দুর্গে। দুর্গ প্রাকারে দাঁড়ালেই চোখ টানে আরাবল্লী পাহাড়ের সৌন্দর্য।

Advertisement

প্রকৃতিকে সাক্ষী রেখে মালাবদল অদিতি-সিদ্ধার্থের। ছবি: ইনস্টাগ্রাম।

দীর্ঘ দিনের গুঞ্জন, প্রেমে রয়েছেন অদিতি-সিদ্ধার্থ। সেই গুঞ্জনে সিলমোহর পড়তেই খুশি দুই অভিনেতার অনুরাগীরা। চলতি বছরে ১৬ সেপ্টেম্বর ঘরোয়া ভাবে বিয়ে সেরেছিলেন তাঁরা। উপস্থিত ছিলেন কেবল দুই পরিবারের সদস্যেরা। সেই সময় তাঁরা বেছে নিয়েছিলেন ৪০০ বছরের পুরনো শ্রী রঙ্গনায়িকা স্বামী মন্দির। সেই সময় বিয়ের সাজের জন্য সাদা পোশাক বেছে নিয়েছিলেন তাঁরামঙ্গল

অদিতির গলায় সিদ্ধার্থের মঙ্গলসূত্র। ছবি: ইনস্টাগ্রাম।

গ্রানাইটের টিলার উপরে তৈরি বিষাণগড়ের আলিলা দুর্গ। দুর্গের ধূসর দেওয়ালে সাদা ফুলের সমারোহ। এ ভাবেই সাজানো হয়েছিল বিয়ের বাসর। খোলা আকাশকে সাক্ষী রেখে প্রকৃতির মাঝে আজীবন একসঙ্গে পথ চলার শপথ নেন তাঁরা। এ বার অদিতি নিজেকে সাজিয়েছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি লাল লেহঙ্গায়। সঙ্গে মিনাকারি রত্নখচিত গয়না। হাতের তালুতে জ্বলজ্বল করছে আলতা রাঙানো চাঁদের নকশা। সিদ্ধার্থ সুপুরুষ সাদা রঙের শেরওয়ানিতে। সঙ্গে একই রঙের উত্তরীয়। বিয়ের মেনুতেও ছিল চমক। বিশ্বের নানা স্বাদের খাবার তৈরি হয়েছিল শেফ রণবীর ব্রার তত্ত্বাবধানে। তাল মিলিয়ে দাপট দেখিয়েছে রাজস্থানি খাবারও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement