ডোমজুড় থানা ফুটবল লিগে রবিবার সুপার ডিভিশনের দু’টি খেলাতেই ফয়সালা হয়েছে। এ দিন ডোমজুড় প্রাচ্যভারতী স্টেডিয়ামের খেলায় যুগান্তর ব্যায়াম সমিতি ৩-১ গোলে হারায় খাটোরা নেতাজি সঙ্ঘকে। এই খেলার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন যুগান্তরের শেখ আবদুল্লা। এ দিনের অন্য খেলায় কাটলিয়া কিশোর সঙ্ঘ ২-১ গোলে মাকড়দহ ইউনিয়ন ক্লাবকে হারায়। এই খেলাটি হয় মাকড়দহ ইউনিয়ন মাঠে। এই ম্যাচেও ম্যান অব দ্য ম্যাচ হন কিশোর সঙ্ঘের গোলরক্ষক ফারুক মল্লিক। এ দিন তিনি মাকড়দহের দু’টি পেনাল্টি শট রুখে দেন। এই লিগের প্রথম ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছে গড়বাগান ফুটবল ক্লাব। রানার্স হয়েছে মাকড়দহ আমরা নতুন ক্লাব। শনিবার প্রাচ্যভারতী ক্রীড়াঙ্গনে গড়বাগানের খেলা ছিল কোলড়া বীণাপানি ক্লাবের সঙ্গে। কিন্তু কোলড়া বীণাপানির ফুটবলাররা মাঠে আসেননি। শনিবারের অন্য ম্যাচে মাকড়দহ ইউনিয়ন মাঠে মুখোমুখি হয়েছিল আমরা নতুন ক্লাব এবং জয়চণ্ডীতলা যুব সঙ্ঘ। সেই খেলায় মাকড়দহ আমরা নতুন ক্লাব ১-০ গোলে জয়চণ্ডীতলাকে হারিয়ে দেয়। এর ফলে গড়বাগান ও আমরা নতুন ক্লাব এ বার পরের বার থানা লিগের সুপার ডিভিশনে খেলবে। ডোমজুড় থানা স্পোটর্স অ্যাসোসিয়েশনের ফুটবল সম্পাদক অনুপ দাস ঘোষ বলেন, ‘‘ফেব্রুয়ারি মাসে প্রথম ডিভিশন লিগ শুরু হয়েছিল। আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা সঠিক সময়ে লিগ শেষ করতে পেরেছি। এপ্রিলে শুরু হওয়া সুপার ডিভিশন লিগও শেষ হওয়ার মুখে।’’