খেলার টুকরো খবর

জমাটি লড়াই শেষে ম্যাচ গড়াল টাইব্রেকারে। তার পর ৪-৩ গোলে পাঁচলার হারিয়ে শচীকান্ত ঘোষ ফরগুড কাপ চ্যাম্পিয়ন হল মাকড়দহ ইউনিয়ন ক্লাব। প্রতিযোগিতাটির উদ্যোক্তা ছিল বাউড়িয়া কোচিং সেন্টার। খেলাগুলি হয় বাউড়িয়ার শ্যামসুন্দর চকের শরত্‌ ময়দানে।

Advertisement
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৪ ০১:৫০
Share:

চ্যাম্পিয়ন মাকড়দহ ইউনিয়ন
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

Advertisement

জমাটি লড়াই শেষে ম্যাচ গড়াল টাইব্রেকারে। তার পর ৪-৩ গোলে পাঁচলার হারিয়ে শচীকান্ত ঘোষ ফরগুড কাপ চ্যাম্পিয়ন হল মাকড়দহ ইউনিয়ন ক্লাব। প্রতিযোগিতাটির উদ্যোক্তা ছিল বাউড়িয়া কোচিং সেন্টার। খেলাগুলি হয় বাউড়িয়ার শ্যামসুন্দর চকের শরত্‌ ময়দানে। সহযোগিতায় ছিল বাউড়িয়া থানা স্পোর্টস অ্যাসোসিয়েশন। উদ্যোক্তাদের পক্ষে ভারতীয় ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড় সমর ভট্টাচার্য জানান, প্রতিযোগিতায় ৮টি দল যোগ দিয়েছিল।

বাউড়িয়ায় ফরগুড কাপ ফাইনালের একটি মূহূর্ত।—নিজস্ব চিত্র।

Advertisement

তাদের মধ্যে বেশির ভাগই ছিল ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র। তাঁর দাবি, “গ্রামীণ হাওড়ার বিভিন্ন গ্রাম হল কলকাতার ফুটবল দলগুলির সাপ্লাই লাইন। সেই সরবরাহ বজায় রাখতেই আমাদের এই চেষ্টা এ বার দ্বিতীয় বছরে পড়ল।” রবিবার ফাইনাল ম্যাচ ঘিরে মাঠে ছিল উত্‌সবের পরিবেশ। নির্ধারিত সময়ে দু’দলই বেশ কয়েকটি গোলের সুযোগ পেলেও গোল হয়নি। জয়ী দলের সূর্য মালিকের খেলা দর্শকদের নজর কাড়ে। চ্যাম্পিয়ন হওয়ার পর মাকড়দহ ইউনিয়নের কোচ আশিস পাল চৌধুরী বলেন, “এই সাফল্য আমাদের আরও বেশি পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে।”

বাজুয়া সারদাময়ী সেবা সঙ্ঘ জয়ী
নিজস্ব সংবাদদাতা • গোঘাট

আরামবাগ মহকুমা সুপার লিগ ফুটবলের চূড়ান্ত খেলায় গোঘাটের বাজুয়া সারদাময়ী সেবা সংঘ ৩-১ গোলে আরামবাগ বিদ্যুত অ্যাথলেটিক ক্লাবকে হারিয়ে দিয়েছে। শনিবার গোঘাটের পুন্ডহিত স্কুল ফুটবল মাঠে মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত ওই খেলায় বাজুয়ার পক্ষে গোল করেন যথাক্রমে স্বপন হাঁসদা, বিজয় মাজি এবং জগন্নাথ সরেন। বিজিত দলের হয়ে গোল করেন জয়ন্ত সাঁতরা। বিজয়ী দলকে সত্য নাইকেল স্মৃতি পুরস্কার দেওয়া হয়। বিজিত দল পায় পাঁচুগোপাল স্মৃতি পুরস্কার। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে বাজুয়ার পঙ্কজ রায়। টুর্নামেন্টের সেরা গোলদাতা বেলেপাড়া সংঘের জয় ক্ষেত্রপাল। খেলায় উপস্থিত ছিলেন মহকুমা শাসক প্রতুলকুমার বসু।

স্কুল ক্রীড়ায় নজর কাড়ল খুদেরা
নিজস্ব প্রতিবেদন

হুগলি এবং হাওড়ার বিভিন্ন জায়গায় শুক্রবার প্রাথমিক বিদ্যালয় বাত্‌সরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। হুগলির পাণ্ডুয়া ব্লকের ইটাচুনা চক্রের বাত্‌সরিক ক্রীড়া প্রতিযোগিতা এ দিন অনুষ্ঠিত হল দৌলতপুর শ্রীপাল্লা মাঠে। সংগঠকরা জানান, ৭৭টি স্কুলের ছেলেমেয়েরা খো-খো, জিমনাস্টিক, ১০০, ২০০, ৪০০ মিটার দৌড়-সহ নানা ইভেন্টে অংশগ্রহণ করে।

১০০ মিটারে সফল এক প্রতিযোগী।—নিজস্ব চিত্র।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাণ্ডুয়া পঞ্চায়েত সমিতির সদস্য অসিত চট্টোপাধ্যায়, পাণ্ডুয়া থানার ওসি সুমন রায়চৌধুরী প্রমুখ। পূর্ণাল মিলনমন্দির মাঠে বাগনান পূর্ব চক্রের প্রতিযোগিতায় ১৬৯ জন পড়ুয়া যোগ দেয়। বালক এবং বালিকা উভয় বিভাগেই ১৪টি করে ইভেন্ট ছিল। মহিষরেখা মাঠে অনুষ্ঠিত হয় উলুবেড়িয়া উত্তর চক্রের প্রতিযোগিতা। পঞ্চায়েত স্তরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ১২১টি বিদ্যালয়ের ১৯৮ জন ছাত্রছাত্রী প্রতিযোগিতায় যোগ দেয়। প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওড়া জেলা প্রাথমিক বিদ্যালয়ের চেয়ারম্যান পুলককান্তি দেব, উলুবেড়িয়া ২-এর বিডিও দেবাশিস রায় প্রমুখ। প্রতিটি ইভেন্টের প্রথম স্থানাধিকারী আগামী মহকুমা স্তরে অংশগ্রহণ করবে।

সাঁকরাইলে রাজীব গাঁধী খেল অভিযান
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

যুব কল্যাণ দফতর এবং সাঁকরাইল পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে গত ২৮ ও ২৯ নভেম্বর দু’দিনব্যাপী রাজীব গাঁধী খেল ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল। ফুটবল, কবাডি ভলিবল, খো-খো, টেবল টেনিস, জিমন্যাস্টিক, যোগসন প্রভৃতিতে সাতশোরও বেশি প্রতিযোগী অংশ নেয়। উদ্বোদন করেন সাঁকরাইলের বিধায়ক শীতল সদার্র ও দক্ষিণ হাওড়ার বিধায়ক ব্রজমোহন মজুমদার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement