তার প্রেমের কথা ফাঁস করে দিয়েছে, এই সন্দেহে এক কিশোরীকে ছুরি মেরে খুনের চেষ্টার অভিযোগ উঠল তার সহপাঠিনীর দাদার বিরুদ্ধে। রবিবার দুপুরে উলুবেড়িয়ার গদাইপুর এলাকার ঘটনা। রাজশ্রী মাইতি নামে নবম শ্রেণির ওই ছাত্রীকে গুরুতর জখম অবস্থায় উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার বাঁ হাতে ছুরির আঘাত লেগেছে। অভিযুক্ত মনোজ পাল রাজশ্রীর প্রতিবেশী। গোলমালের সময়ে পড়শিরা চলে আসেন। তাঁরা মনোজকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ তাকে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মনোজের বোন রাজশ্রীর সঙ্গে একই স্কুলে পড়ে। সম্প্রতি ওই স্কুলেরই এক ছাত্রীর সঙ্গে মনোজের ঘনিষ্ঠতা হয়। সে কথা জানতে পারে রাজশ্রী। কিছু দিন আগে মনোজের বোনও বিষয়টি জানে। সে রাজশ্রীকে নিয়ে ওই ছাত্রীর সঙ্গে দেখা করে তার সঙ্গে দাদার ঘনিষ্ঠতা নিয়ে আপত্তি জানায়। সে কথা মনোজের কানে যায়। মনোজ এই পরিস্থিতির জন্য রাজশ্রীকেই সন্দেহ করে। রবিবার দুপুরে রাজশ্রী মায়ের সঙ্গে বাড়িতে জরির কাজ করছিল। অভিযোগ, সেই সময়ে বছর বাইশের মনোজ ছুরি নিয়ে ওই বাড়িতে ঢোকে। রাজশ্রীর সঙ্গে কথা বলার ফাঁকে হঠাৎ সে ছুরি বের করে তার উপরে ঝাঁপিয়ে পড়ে। রাজশ্রী বাধা দেয়। ছুরির আঘাত লাগে তার বাঁ হাতে। পুলিশ প্রহৃত মনোজকে গ্রেফতার করার পরে উলুবেড়িয়া হাসপাতালেই ভর্তি করায়। রাজশ্রীর বাবা শ্যামসুন্দরবাবুর অভিযোগের ভিত্তিতে মনোজের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
এ দিন রাজশ্রী বলে, “মনোজদা গলার নলি কেটে আমাকে খুনের চেষ্টা করেছিল। আমি নিজেকে সরিয়ে নিতে হাতে ছুরির আঘাত লাগে। আমি সে ভাবে ওর বোনকে কিছু বলিনি। অকারণে আমাকে সন্দেহ করল।”