Kannauj Incident

কনৌজ স্টেশনের নির্মীয়মাণ ছাদের চাঁই ভেঙে দুর্ঘটনা, ধ্বংসস্তূপে আটকে অনেকে, চলছে উদ্ধারকাজ

শনিবার দুপুরে আচমকাই উত্তরপ্রদেশের কনৌজ রেলস্টেশনের একটি নির্মীয়মাণ অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। নির্মীয়মাণ ছাদের চাঁই ভেঙে পড়ায় ওই শ্রমিকেরা আটকে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১৬:১৬
Share:

কনৌজ স্টেশনে ভেঙে পড়ল নির্মীয়মাণ ছাদের চাঁই। ছবি: সংগৃহীত।

কনৌজ রেলস্টেশনের নির্মীয়মাণ ছাদের চাঁই ভেঙে পড়ে আটকে পড়লেন বেশ কয়েক জন শ্রমিক। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এখনও পর্যন্ত ১২ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু এখনও ধ্বংসস্তূপের নীচে অনেকে আটকে রয়েছেন। তাঁদের দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে।

Advertisement

শনিবার দুপুরে উত্তরপ্রদেশের কনৌজ রেলস্টেশনের একটি নির্মীয়মাণ অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তখন ওই স্থানে অনেক শ্রমিক কাজ করছিলেন। নির্মীয়মাণ ছাদের চাঁই ভেঙে পড়ায় ওই শ্রমিকেরা আটকে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা। ঘটনাস্থলে যায় পুলিশও। আটকে পড়া শ্রমিকদের প্রথমে উদ্ধারের চেষ্টা করেন স্থানীয়েরাই। পরে উদ্ধারকারী দল এসে তাঁদের ধ্বংসস্তূপের নীচ থেকে টেনে বার করার কাজ শুরু করে। উদ্ধার হওয়া শ্রমিকদের দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে খবর। তাঁদের মধ্যে বেশ কয়েক জনের আঘাত গুরুতর।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কনৌজ স্টেশনের দুর্ঘটনা নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন। স্থানীয় প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে বলেছেন স্থানীয় প্রশাসনিক কর্তাদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement