জ্বলছে চোলাইয়ের ভাটি। ছবি: সুব্রত জানা।
এলাকায় চলছে চোলাই মদের কারবার। সে কথা প্রশাসনকে বলেও বিশেষ কোনও লাভ হয় না। তাই এলাকা থেকে চোলাই মদ বিক্রি পুরোপুরি বন্ধ করতে মদের ভাটিতে আগুন লাগিয়ে দিল এলাকার মহিলারা। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে সাঁকরাইলের মাসিলায়।
রবিবার দুপুরে শ’খানেক মহিলা একত্রিত হয়ে বাঁশ, লাঠি নিয়ে মাসিলা, চতুর্ভুজকাঠি সহ বিভিন্ন এলাকায় যায়। মাসিলায় খান তিনেক মদের ভাটি দেখতে পায়। সঙ্গে সঙ্গে বাঁশ দিয়ে ভাটি ভাঙচুর করে। মদের ড্রাম, টিন ছুঁড়ে বাইরে ফেলে দেয়। শেষে ভাটি চিহ্ন মুছে দিতে তাতে আগুন লাগিয়ে দেয়। পুড়ে ছাই হয়ে যায় মদের ভাটি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাঁকরাইল থানার পুলিশ। পুলিশের দাবি তারা প্রায়ই ওই সব এলাকায় তল্লাশি চালায়। সপ্তাহ খানেকের মধ্যে জনা দশ চোলাই মদ বিক্রেতাকে গ্রেফতারও করেছে তারা। তবে হয়তো কেউ লুকিয়ে ছাপিয়ে চোলাই বিক্রি করছিল। সেগুলোকেই জ্বালিয়ে দেওয়া হয়েছে। এলাকার লোকেরাই জল দিয়ে আগুন নিভিয়ে দেয়।