Locket Chatterjee

হুগলিতে লকেটকে রোখার হুঁশিয়ারি

লকেট জেলায় কোনও কর্মসূচিতে ঢুকলেই তাঁকে কালো পতাকা দেখিয়ে, কুশপুতুল দাহ করে অবরুদ্ধ করে রাখার পরিকল্পনা করেছে সিপিআই (এমএল) লিবারেশন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চুঁচুড়া-উলুবেড়িয়া শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২০ ০৩:২৩
Share:

ফাইল চিত্র

পঞ্জাব-মডেলে এ বার হুগলিতে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে রোখার হুমকি দিল সিপিআই (এমএল) লিবারেশন। কেন্দ্রীয় কৃষি বিলের বিরোধিতায় নেমেছে ওই দল।পঞ্জাবের চাষিরা হুঁশিয়ারি দিয়েছিলেন, মোদী সরকারের কৃষিক্ষেত্রের সংস্কারের আইনকে যে সব সাংসদ সমর্থন জানিয়ে রাজ্যে ফিরবেন, তাঁদের গ্রামে ঢুকতে দেওয়া হবে না। চাপের মুখে পড়ে অকালি দলের সাংসদ, কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হরসিমরত কউর বাদল ইতিমধ্যে পদত্যাগও করেছেন।

Advertisement

লকেট জেলায় কোনও কর্মসূচিতে ঢুকলেই তাঁকে কালো পতাকা দেখিয়ে, কুশপুতুল দাহ করে অবরুদ্ধ করে রাখার পরিকল্পনা করেছে সিপিআই (এমএল) লিবারেশন। দলের রাজ্য নেতা সজল অধিকারী বলেন, ‘‘চাষিকে ভাতে মারার কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি বিল আমরা মানি না। বহুজাতিক সংস্থাগুলিকে মুনাফা লোটার সুযোগ করে দেওয়া হচ্ছে। এর ফলে এ রাজ্যে কৃষিপণ্যের বিপণন ব্যবস্থা ভেঙে পড়বে। বাজার, কিসান মান্ডির কোনও ভূমিকা থাকবে না। হুগলির সাংসদ জেলায় ঢুকলেই আমরা তাঁকে অবরুদ্ধ করে দেব। যতদিন না নয়া বিল প্রত্যাহার করা হয়, আমাদের আন্দোলন চলবে।’’

সাংসদ লকেট অবশ্য এই হুঁশিয়ারিতে গুরুত্ব দিচ্ছেন না। তাঁর দাবি, ‘‘তৃণমূল, সিপিএম, লিবারেশনের মতো দলগুলো কৃষিক্ষেত্রে দালাল আর ফড়েদের রাজত্ব বজায় রাখতে মরিয়া। কারণ ওরাই তো নেতাদের পকেট ভরায়। লিবারেশন তো ও সব বলবেই। চাষির অধিকার সুরক্ষিত করতে এবং চাষি যাতে ফসলের ভাল দাম পান, তা নিশ্চিত করতে কেন্দ্রের বিজেপি সরকার বদ্ধপরিকর।’’কেন্দ্রীয় কৃষি বিলের প্রতিবাদে চলতি মাসের ২৫ তারিখ রাজ্যের সমস্ত জাতীয় সড়ক অবরোধের ডাক দিয়েছে বামপন্থী কৃষক সংগঠনগুলি। ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেন, ‘‘সব বাম মনোভাবাপন্ন দলগুলি কেন্দ্রের

Advertisement

কৃষি সংস্কার আইনের প্রতিবাদে ওই দিন রাস্তায় নামবে। রাজ্যের সব জাতীয় সড়ক অবরোধ করা হবে। নতুন ওই আইন চালু হলে রাজ্যের কৃষি বিপণন ব্যবস্থা ভেঙে পড়বে। নতুন আইনে কেন্দ্র বহুজাতিক সংস্থাগুলিকে মুনাফা লোটার জন্য দুয়ার খুলে দিচ্ছে।’’হাওড়া জেলা বামফ্রন্টের আহ্বায়ক তথা সিপিএমের জেলা সম্পাদক বিপ্ল‌ব মজুমদার বলেন, ‘‘ইতিধ্যেই আমরা জেলার বিভিন্ন ব্লকে কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলন করছি। এ বারে দেশজুড়ে জাতীয় সড়ক অবরোধের যে কর্মসূচি হবে, তাতে আমরাও শামিল হব। বিভিন্ন জায়গায় জাতীয় সড়ক অবরোধ হবে।’’ একই কথা জানান এই আন্দোলনের অন্যতম শরিক ফরওয়ার্ড ব্লক নেতা ফরিদ মোল্লা এবং এই দলের চাষিদের সংগঠন অগ্রগামী কিসানসভার জেলা সম্পাদক অসিতকুমার সাউ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement