পুলিশের নজরদারি হাওড়া ব্রীজের ওপর।—ছবি পিটিআই।
বাজার সংলগ্ন এলাকায় সংক্রমণ বেড়ে যাওয়ায় উত্তর হাওড়ার দু’টি বড় বাজার বন্ধ করে দিলেন ব্যবসায়ীরাই। এই দু’টি বাজার হল সালকিয়ার হরগঞ্জ ও ধর্মতলা বাজার। পুলিশ জানিয়েছে, ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী ৩১ জুলাই পর্যন্ত দুই বাজার বন্ধ থাকবে। আগের মতো সাইকেল ভ্যানে করে বাড়ি বাড়ি আনাজ ও মাছ বিক্রি করা হবে।
পুলিশ সূত্রের খবর, সম্প্রতি শম্ভু হালদার লেন ও শোভন চৌধুরী লেন সংক্রমিত এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। এই দু’টি এলাকার পাশেই রয়েছে হরগঞ্জ ও ধর্মতলা বাজার। গত কয়েক দিনে ওই দু’টি এলাকায় নতুন করে সংক্রমণ ছড়ানোয় হাওড়া সিটি পুলিশ এবং উত্তর হাওড়ার বাজার কমিটিগুলি বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছে। অরবিন্দ রোড ব্যবসায়ী সমিতির সম্পাদক সুবীর চক্রবর্তী জানান, টানা এক সপ্তাহ বাজার বন্ধ থাকলে ব্যবসায়ীদের প্রচুর আর্থিক ক্ষতি হবে ঠিকই। কিন্তু বাসিন্দাদের মধ্যে যাতে সংক্রমণ না-ছড়ায়, সে কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সুবীরবাবু বলেন, ‘‘উত্তর হাওড়ার আরও বেশ কিছু এলাকা সংক্রমিত হওয়ায় আপাতত অন্য ছোট বাজারগুলির এক তৃতীয়াংশ খোলার সিদ্ধান্ত হয়েছে। মালিপাঁচঘরা থানা এলাকার বাজারগুলি আগামী ৩১ জুলাই পর্যন্ত এ ভাবেই খুলবে।’’
হাওড়া সিটি পুলিশের এক পদস্থ কর্তা বলেন, ‘‘বাজার খোলা থাকলে সেখানে ক্রেতা-বিক্রেতা মিলিয়ে প্রতিদিন পাঁচ থেকে ছ’হাজার লোক আসেন। এর ফলে ওই এলাকাগুলিতে সংক্রমণ ছড়ানোর প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। তাই নিয়ন্ত্রিত ভাবে বাজার বন্ধ রাখা ও খোলার জন্য বাজার কমিটিগুলির কাছে অনুরোধ করা হয়েছিল। ব্যবসায়ীরা সেই অনুরোধে সাড়া দিয়েছেন।’’