Manglahaat

শনিবারেও মঙ্গলাহাট বসাতে চেয়ে সরব ব্যবসায়ীরা

পুলিশ সূত্রের খবর, এ দিন ভোরেই কাপড়ের ব্যবসায়ীরা হাওড়া ময়দানে চলে আসেন। কয়েক জন ফুটপাতে বসে পড়েন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২০ ০৩:৪৮
Share:

ছবি: সংগৃহীত।

শনিবারেও চালু হোক মঙ্গলাহাট, এই দাবিতে ফের সরব হলেন ওই হাটের ফুটপাতে বসা ব্যবসায়ীরা। হাট বসাতে এ দিন ভোরে কয়েকশো ব্যবসায়ী হাওড়া ময়দানে চলে আসেন। জামাকাপড় নিয়ে ফুটপাতে বসতে এলে তাঁদের লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। কয়েক জনকে জোর করে তুলে দেওয়া হয়। ব্যবসায়ীদের অভিযোগ, এ দিন তাঁদের উপরে পুলিশ লাঠিচার্জ করেছে। হাওড়া সিটি পুলিশের এক পদস্থ কর্তার দাবি, “লাঠিচার্জ করা হয়নি। অনুমতি না থাকা সত্ত্বেও হাট ব্যবসায়ীরা শনিবার ফুটপাতে বসতে আসলে তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে।’’

Advertisement

পুলিশ সূত্রের খবর, এ দিন ভোরেই কাপড়ের ব্যবসায়ীরা হাওড়া ময়দানে চলে আসেন। কয়েক জন ফুটপাতে বসে পড়েন। সনৎ কোলে নামে ফুটপাতের এক ব্যবসায়ী বলেন, “পুজোর আগে শনি ও রবি এই দু’দিন বসতে না দিলে হাট খুলতে দেব না। রবিবার হাট বিল্ডিংয়ের বেচাকেনাও বন্ধ করে দেব।” আর এক ব্যবসায়ী মহম্মদ মুজফ্ফর হোসেন বলেন, “রবিবারের মতো শনিবারেও হাট খোলার ব্যাপারে হাওড়ার পুর কমিশনারকে ফুটপাত ব্যবসায়ীদের তরফে চিঠি দেওয়া হয়েছে। বিষয়টি জেলাশাসক ও পুলিশ কমিশনারকেও জানানো হয়েছে। কিন্তু প্রশাসন এতে কর্ণপাত করেনি।” প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পরে গত রবিবার ভোর চারটে থেকে চালু হয় মঙ্গলাহাট। দুপুর ১২টা পর্যন্ত চলে এই হাট। জেলা প্রশাসনের এক পদস্থ কর্তা বলেন, ‘‘ফুটপাতের ব্যবসায়ীদের শনিবার হাটে বসাতে অনুমতি দেওয়া হয়নি। তাঁদের দাবি খতিয়ে দেখছে মঙ্গলাহাট নিয়ে গঠিত টাস্ক ফোর্স।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement