প্রতিবাদ: পথে তৃণমূল কর্মী-সমর্থকরা। নিজস্ব চিত্র
রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার সকালে উত্তরপাড়ায় তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল বের হয়। ওই মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। শেষ পর্যন্ত উত্তরপাড়ার শিবতলায় জিটি রোড লাগোয়া যে গ্যাসের অফিস আছে, সেখানে তারা বিক্ষোভ অবস্থান করে। অবস্থান বিক্ষোভ চলে এক ঘণ্টারও বেশি সময় ধরে। ফলে ওই গ্যাসের অফিসে এদিন সকালের কাজকর্ম লাটে ওঠে। তবে বিক্ষোভ অবস্থানে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
গ্রাহকদের অভিযোগ, গত কয়েক মাস ধরে গ্যাসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দিল্লিতে ভোটপর্ব মিটতেই ফের রান্নার গ্যাসের দাম বাড়ানো হল। সাধারণ মানুষের আশঙ্কা, কিছুদিনের মধ্যেই গ্যাসের দাম হাজার টাকা ছোঁবে। গ্যাসের দাম লাগামহীনভাবে বাড়ায় সাধারণ মানুষও রীতিমতো ক্ষুব্ধ। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভকে কাজে লাগাতেই রাজনৈতিক দলগুলি এখন ময়দানে নেমে পড়েছে।
এ দিন সকাল দশটা নাগাদ তৃণমূল যুব কংগ্রেসের কয়েকশো কর্মী উত্তরপাড়ার কোতরং বীরেশ্বর ব্যানার্জি স্ট্রিটে প্রথমে জড়ো হন। তারপর তাঁরা জিটি রোড ধরে মিছিল করে এসে শিবতলা এলাকায় গ্যাসের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন। পথচলতি বহু মানুষ ওই বিক্ষোভে সামিল হন। কোতরংয়ের বাসিন্দা গৃহবধূ অর্পিতা বর্মণ এদিনের বিক্ষোভে সামিল হয়েছিলেন। তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার গ্যাসের দাম কোথায় নিয়ে যাচ্ছে? এরপর তো যা পরিস্থিতি গ্যাসের দামের জন্য সাধারণ মধ্যবিত্ত মানুষের হেঁসেলের হাঁড়ি চড়াই দায় হয়ে উঠবে।’’ সকালে কর্মস্থলে যাচ্ছিলেন রাজর্ষী সরকার। কিন্তু গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে বিক্ষোভ দেখে তিনিও তাতে সামিল হন। তিনি বলেন,‘‘যে গতিতে লাফিয়ে লাফিয়ে গ্যাসের দাম বাড়ছে, তাতে মানুষের এখন সংসার চালানোই দায়। তার উপর বহু ক্ষেত্রেই ভর্তুকির টাকাও মানুষ সময় মতো পাচ্ছেন না। ’’
উত্তরপাড়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সন্দীপ দাস বলেন,‘‘গ্যাসের দাম বাড়ার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ আন্দোলনকে আমরা আরও জোরদার করব। এতে যদি কেন্দ্রীয় সরকারের টনক নড়ে!’’