কল্যাণের তোপ

শুক্রবার চাঁপদানিতে ছটপুজো উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিতে আসন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৯ ০৩:৫৬
Share:

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

মূল্যবৃদ্ধি, বেকারত্ব, দুর্বল অর্থনীতি প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

শুক্রবার চাঁপদানিতে ছটপুজো উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে এক প্রশ্নের উত্তরে কল্যাণ ব‌লেন, ‘‘একটা গল্পে আছে, দু’টো চোর একটা মোষ চুরি করে পালাচ্ছিল। মোষটার গলায় ঘণ্টা ছিল। সেই আওয়াজে গ্রামবাসীরা চোরেদের পিছু নিল। তখন একটা চোর ঘণ্টাটা খুলে নিয়ে এক দিকে চলে গেল। মানুষ সেই দিকে ছুটল। মোষ নিয়ে অপর জন পালিয়ে গেল। আমাদের কেন্দ্রীয় সরকারের দশা হয়েছে তাই। চাকরি-ব্যবসা নেই, আর্থিক মন্দার পরিস্থিতি চলছে, অথচ ৩৭০ ধারা, সার্জিক্যাল স্ট্রাইকের মতো বিষয়কে সামনে রেখে আসল সমস্যা ভুলিয়ে দেওয়া হচ্ছে। মানুষ যাতে শুধু সেই দিকেই ছোটেন, সেই অপচেষ্টা করা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement