ভস্মীভূত: পুড়ে গিয়েছে ত্রিপল। নিজস্ব চিত্র
বিজেপির সভায় যাওয়ার জন্য এক বিজেপি কর্মীর বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ধনেখালির মান্দ্রা গ্রাম পঞ্চায়েতের কানাইপুর গ্রামে। ধনেখালি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে।
হুগলি জেলা গ্রামীণ পুলিশের এক পদস্থ কর্তা অবশ্য বলেন, ‘‘ঘটনাস্থল থেকে পুলিশ একটি কেরোসিনের বোতল উদ্ধার করেছে। অভিযুক্তদের খোঁজ চলছে।’’
বিজেপির অভিযোগ, বৃহস্পতিবার ধনেখালি বাসস্ট্যান্ডে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জনসভা ছিল। সেখানে গিয়েছিলেন কানাইপুরের বাসিন্দা অমর দাস। সেই সভায় যাওয়ার কারণে তাঁর বাড়িতে তৃণমূলের লোকজন আগুন দেয় বলে অভিযোগ। যখন আগুন দেওয়া হয়, সেই সময় অমরবাবু ঘুমোচ্ছিলেন। রাত ২ টো নাগাদ প্লাস্টিক পোড়ার গন্ধে তাঁর ঘুম ভেঙে যায়। তিনি ঘরের বাইরে বেরিয়ে দেখেন, ঘর লাগোয়া জায়গায় মজুত করে রাখা ত্রিপলে আগুন জ্বলছে। তিনি বলেন, ‘‘বিজেপির সভায় যেতে তৃণমূলের লোকজন নিষেধ করেছিল। কিন্তু গিয়েছিলাম বলেই ওরা আমার বাড়িতে আগুন দিল। ঠিক সময় না দেখতে পেলে, বাড়িতে আগুন লেগে যেত। কপাল জোরে বেঁচে গিয়েছি।’’
অমরবাবুর পেশা প্লাস্টিকের বস্তা দিয়ে ত্রিপল তৈরি করা। তিনি মা, স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে মাটির বাড়িতে থাকেন। হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব অবশ্য বলেন, ‘‘ওই ঘটনার সঙ্গে দলের কেউ জড়িত নয়। নিজেরাই আগুন লাগিয়ে রাজনীতি করছে।’’