বোমাবাজিতে অভিযুক্ত তৃণমূল

সিপিএমের প্রাক্তন পুরপ্রধানের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে চুঁচুড়ায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হুগলি-চুঁচুড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের পাঙ্খাটুলির বাসিন্দা প্রাক্তন পুরপ্রধান সিপিএম নেতা বরুন গঙ্গ্যোপাধ্যায়ের বাড়িতে ওই দিন রাতে এক দল দুষ্কৃতী মোটর সাইকেলে চেপে এসে তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চুঁচুড়া শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৬ ০২:৫৯
Share:

সিপিএমের প্রাক্তন পুরপ্রধানের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে চুঁচুড়ায়।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হুগলি-চুঁচুড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের পাঙ্খাটুলির বাসিন্দা প্রাক্তন পুরপ্রধান সিপিএম নেতা বরুন গঙ্গ্যোপাধ্যায়ের বাড়িতে ওই দিন রাতে এক দল দুষ্কৃতী মোটর সাইকেলে চেপে এসে তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে। ভোটের একদিন আগে এমন ঘটনায় আতঙ্কিত ওই নেতার পরিবার।

বরুণবাবুর দাবি, নির্বাচনের কাজকর্ম নিয়ে এদিন সন্ধ্যায় তাঁর বাড়িতে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক হয়। তারই প্রেক্ষিতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় সন্ত্রাস ছড়াতে বোমাবাজি করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দলীয় নেতার বাড়িতে হামলার ঘটনায় চুঁচুড়ার বাম প্রার্থী প্রণব ঘোষ ঘটনাস্থলে ছুটে যান। বরুণবাবু বলেন, ‘‘নির্বাচনের আগে মানুষের মনে আতঙ্ক ছড়াতে বিরোধীপক্ষের বাড়িতে হামলা চালিয়ে সন্ত্রাস তৈরির চেষ্টা চালাচ্ছে তৃণমূল।’’ তিনি জানান, নির্বাচন কমিশনের কড়াকড়িতে শাসকদল বুঝতে পেরেছে এবারের নির্বাচনে কোনও কারচুপি করা যাবে না। তাই বামপন্থী মনোভাবাপন্ন লোকজনের বাড়িতে হামলা চালিয়ে আতঙ্ক তৈরি করছে।’’ স্থানীয় তৃণমূল নেতা ইন্দ্রজিৎ দত্ত বলেন, ‘‘নির্বাচনের আগে এ ধরনের কাজে আমাদের দলের কেউ যুক্ত নয়। আসলে ওঁরা এখন পিছনের সারির নেতা। খবরের শিরোনামে আসতেই এই ধরনের ঘটনা ঘটিয়ে আমাদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন। এর সঙ্গে আমাদের দলের কেউ যুক্ত নয়।’’

Advertisement

পুড়ল তৃণমূল অফিস। বৃহস্পতিবার রাতে শ্রীরামপুরের নেহরুনগরে তৃণমূলের একটি অস্থায়ী পার্টি অফিস পুড়ে যায়। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তৃণমূল নেতা তথা শ্রীরামপুরের কাউন্সিলর পিনাকী ভট্টাচার্য বলেন, ‘‘এর পিছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে আমাদের সন্দেহ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement