ঘোড়াঘাটায় নতুন সেতু, গঙ্গার পাড় বাঁধাই

বর্ষার শুরুতে নতুন সেতু তৈরির কাজ শেষ হল সাঁকরাইলে। শুরু হয়েছে সরস্বতী নদীর উপর একটি সেতু ও দু’টি এলাকায় গঙ্গার পাড় বাঁধাইয়ের কাজ। শনিবার সাঁকরাইলে পুরো প্রকল্পটির উদ্বোধন করার কথা সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সাঁকরাইল শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৫ ০২:২২
Share:

কাল, শনিবার এই সেতু উদ্বোধনের কথা সেচমন্ত্রীর। —নিজস্ব চিত্র।

বর্ষার শুরুতে নতুন সেতু তৈরির কাজ শেষ হল সাঁকরাইলে। শুরু হয়েছে সরস্বতী নদীর উপর একটি সেতু ও দু’টি এলাকায় গঙ্গার পাড় বাঁধাইয়ের কাজ। শনিবার সাঁকরাইলে পুরো প্রকল্পটির উদ্বোধন করার কথা সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের।

Advertisement

সাঁকরাইল ব্লক প্রশাসন ও সেচ দফতর সূত্রে খবর, দক্ষিণ সাঁকরাইলের আবাদা স্টেশনের পাশে বড়জলা খালের উপর কাঠের জীর্ণ ঘোড়াঘাটা সেতুটি দীর্ঘদিন ধরেই পাকা করার দাবি ছিল বাসিন্দাদের। এ দিন কংক্রিটের নতুন সেতু পেয়ে স্বাভাবিকভাবেই খুশি তাঁরা। সেচ দফতরের এক কর্তা জানান, প্রায় ২৭ মিটার লম্বা ও তিন মিটার চওড়া সেতুটি তৈরিতে খরচ হয়েছে প্রায় ১ কোটি ১৮ লক্ষ টাকা। এ ছাড়াও মাশিলা গ্রাম পঞ্চায়েত অফিসের পাশে সরস্বতী নদীর উপরে একটি নতুন সেতুর কাজ শুরু হয়েছে। প্রায় ৪২ মিটার লম্বা ও ৮ মিটার চওড়া সেতুটি তৈরিতে খরচ হবে প্রায় ২ কোটি টাকা। একই সঙ্গে সাঁকরাইলে দু’টি এলাকায় গঙ্গার পাড় ঢালাইয়ের কাজও শুরু হয়েছে।

সেচ দফতরের এসডিও (হাওড়া ড্রেনেজ বিভাগ) রানা চট্টোপাধ্যায় বলেন, ‘‘সাঁকরাইলে গঙ্গার পাড় ভাঙছিল। জ‌োয়ার-ভাটার সময় এলাকায় জল ঢুকছিল। আপাতত সারেঙ্গায় প্রায় ২৯৫ মিটার এবং মানিকপুর খাঁ পাড়া এলাকায় ১৩৩ মিটার কংক্রিটের পাড় তৈরি করা হবে। পরে ধাপে ধাপে ব্লকের বাকি এলাকাগুলিতেও গঙ্গার পাড় বাঁধাই করা হবে।’’ শনিবার প্রকল্পগুলির উদ্বোধন ও শিলান্যাস করা হবে। ওই দিন রঘুদেববাটি উপস্বাস্থ্যকেন্দ্রের নব নির্মিত ভবনেরও উদ্বোধন করবেন সেচমন্ত্রী।

Advertisement

সাঁকরাইল পঞ্চায়েতের পূর্ত কর্মাধ্যক্ষ তপন পাল বলেন, ‘‘উপস্বাস্থ্যকেন্দ্রটি আগে একটি ক্লাবে চলত। এখন নতুন ভবন হওয়ায় রোগীরা ভাল পরিষেবা পাবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement