মালগাড়িতে নিজস্বী তুলতে গিয়ে জখম কিশোর

প্রান্ত মগরার বাগাটি রামগোপাল উচ্চ বিদ্যালয় থেকে এ বার মাধ্যমিক দেবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯ ০০:০৪
Share:

—প্রতীকী চিত্র।

মালগাড়ির ছাদে উঠে নিজস্বী তুলতে গিয়ে ওভারহেড তারে তড়িদাহত হল এক মাধ্যমিক পরীক্ষার্থী। বুধবার বিকেলে মগরা বাগাটি রেললাইনে এই দুর্ঘটনায় জখম প্রান্ত সরকার নামে ওই পরীক্ষার্থীকে প্রথমে মগরা গ্রামীণ হাসপাতালে নিয়ে য়াওয়া হয়। কিন্তু জখম গুরুতর হওয়ায় পরে তাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করানো হয়। মগরা গ্রামীণ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ছেলেটির শরীরের ৮৪ শতাংশ পুড়ে গিয়েছে। নিজস্বী তুলতে গিয়েই এই দুর্ঘটনা বলে জানিয়েছেন মগরা-১ পঞ্চায়েতের উপপ্রধান রঘুনাথ ভৌমিক।

Advertisement

প্রান্ত মগরার বাগাটি রামগোপাল উচ্চ বিদ্যালয় থেকে এ বার মাধ্যমিক দেবে। তার বাড়ি ওই পঞ্চায়েতের অধীন মাঠপাড়ায়। মগরা রেল স্টেশন থেকে ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা নিয়ে যাওয়ার জন্য যে রেললাইনটি ব্যবহার করা হয়, এ দিন সকাল থেকে সেখানে একটি মালগাড়ি দাঁড়িয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেই মালগাড়িরই ছাদে উঠে নিজস্বী তুলতে গিয়ে প্রান্তের হাত ঠেকে যায় ওভারহেড তারে। সঙ্গে সঙ্গে আগুন ও ধোঁয়া বেরোতে দেখা যায়। ছিটকে মাটিতে পড়ে ছেলেটি। ছেলের দুর্ঘটনার কথা শুনে প্রান্তের বাবা কান্ত সরকার বলেন, ‘‘দুপুরে ছেলে ঘুরতে বেরিয়েছিল। বিকেল পাঁচটা নাগাদ ওই দুর্ঘটনার কথা। ও সব সময় মোবাইল নিয়ে থাকে। এমন দুর্ঘটনা ঘটবে, ভাবতে পারছি না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement