Truck

ট্রাক নিয়ে চম্পট, ধৃত তিন

ঘটনার সঙ্গে চালক নাদিমের যোগ রয়েছে। তার সঙ্গে ছক কষেই জাভেদ, তৌসিফরা গাড়িটি নিয়ে পালায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ০৪:৩০
Share:

প্রতীকী ছবি।

জাতীয় সড়কের ধার থেকে একটি ট্রাক হাতিয়ে পালানোর অভিযোগে তিন জনকে গ্রেফতার করল হুগলির চণ্ডীতলা থানার পুলিশ।

Advertisement

মঙ্গলবার রাতে কলকাতার রাজারহাটের কাছ থেকে মহম্মদ নাদিম, তৌসিফ কাজিলিয়া এবং মহম্মদ জাভেদ নামে ওই তিন জনকে ধরা হয়। উধাও হওয়া গাড়ির চালক ছিল নাদিম। তার বাড়ি উত্তরপ্রদেশে। গাড়িটিও ওই রাজ্যের। তৌসিফ মুম্বই এবং জাভেদ গুজরাতের বাসিন্দা। পুলিশের দাবি, জেরায় দোষ কবুল করে ধৃতেরা জানিয়েছে, গাড়িটি বিহারে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ সূত্রের খবর, গত ২৩ ডিসেম্বর ট্রাকটি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে কলকাতার দিকে যাচ্ছিল। চণ্ডীতলার জয়কৃষ্ণপুরের কাছে গাড়ি দাঁড় করিয়ে চালক-খালাসি হোটেলে খেতে যান। ফিরে দেখেন, গাড়ি উধাও। গাড়ির মালিক চণ্ডীতলা থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ।

Advertisement

ধৃতদের বুধবার শ্রীরামপুর আদালতে হাজির করানো হয়। তিন জনকেই ১০ দিন পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। হুগলি গ্রামীণ জেলা পুলিশের আধিকারিকরা জানিয়েছেন, ধৃতদের জেরা করে গাড়িটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। ঘটনার সঙ্গে চালক নাদিমের যোগ রয়েছে। তার সঙ্গে ছক কষেই জাভেদ, তৌসিফরা গাড়িটি নিয়ে পালায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement