Chuchura

চুঁচুড়ায় আবর্জনা সংগ্রহে ভ্যান বিলি নিয়ে তরজা তৃণমূল-বিজেপির

বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি, এত দিন বিধায়কের এলাকা উন্নয়ন তহবিলের টাকা কেন খরচ করা হয়নি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্বপন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চুঁচুড়া শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২০ ১৯:৪৫
Share:

নতুন ভ্যান দেওয়া হচ্ছে চুঁচুড়া পুরসভায়। নিজস্ব চিত্র।

বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহের জন্য এলাকা উন্নয়ন তহবিল থেকে ৬০টি ভ্যান কিনে দিলেন চুঁচুড়ার বিধায়ক অসীত মজুমদার। চুঁচুড়া পুরসভার ৩০টি ওয়ার্ডে কাজ করবে এই ভ্যানগুলি। তবে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, ভোটের আগে চুঁচুড়াবাসীর কথা মনে পড়েছে বিধায়কের। এই অভিযোগের জবাব দিয়ে অসীত বলেন, “আমরা সারা বছর মানুষের পাশে থাকি।”

Advertisement

মোট ১০ লাখ টাকা খরচ করে ৬০টি ভ্যান কেনা হয়েছে। যেগুলি চুঁচুড়াবাসীর বাড়ি বাড়ি ঘুরে আবর্জনা সংগ্রহ করে ভ্যাটে ফেলবে। তবে বিজেপির রাজ্য কমিটির সদস্য স্বপন পাল অভিযোগ করে বলেন, “আবর্জনা নিয়ে চুঁচুড়াবাসীর নাজেহাল অবস্থা। বাড়িতে আবর্জনার স্তূপ জমলেও সাফাই কর্মীরা আসেন না। পরিকাঠামো উন্নয়ন না করে এখন নির্বাচনের আগে বিধায়ক ভ্যান বিলি করছেন।”

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি, এত দিন বিধায়কের এলাকা উন্নয়ন তহবিলের টাকা কেন খরচ করা হয়নি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্বপন।

Advertisement

বিজেপির অভিযোগের উত্তর দিয়ে অসীত বলেন, “বর্জ্য সংগ্রহ করার ভ্যান রিক্সাগুলি খারাপ হয়ে যাওয়ায় বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে ডাম্পিং স্টেশনে ফেলা যাচ্ছিল না। তাই নতুন করে সব ওয়ার্ডে ভ্যান দেওয়া হল।” সেই সঙ্গে উন্নয়ন প্রসঙ্গে অসীতের বক্তব্য, “কী কাজ করব বিজেপির কাছে শিখতে হবে না। আমরা সারা বছর মানুষের পাশে থেকে কাজ করি। ওরা যতই বলুক, বাংলার মানুষ বাঙালি-বিরোধী দলকে মেনে নেবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে ভোট হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement