CAA

আগে সিএএ সমর্থন করুক, তার পর ভাবব, তৃণমূলকে বার্তা শান্তনুর

মতুয়া মহাসঙ্ঘের সংঘাধিপতি শান্তনু সোমবার বলেন, ‘‘আমি সিএএ-এর পক্ষে। সিএএ লোকসভায় ভোট দিয়ে পাশ করিয়েছি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ২২:২২
Share:

শান্তনু ঠাকুর। নিজস্ব চিত্।

বিজেপি-তে থেকেও তিনি দলের বিরুদ্ধে সরব। আবার তৃণমূল তাঁকে বেশ কিছু দিন ধরে স্বাগত জানাচ্ছে। কিন্তু বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর কী করবেন, তা নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি এত দিন। সোমবার চুঁচু্ড়া সুকান্তনগর ফুটবল মাঠে মতুয়া মহাসঙ্ঘের জনসভায় শান্তনু জানালেন, তিনি সিএএ-র পক্ষে।

Advertisement

মতুয়া মহাসঙ্ঘের সংঘাধিপতি শান্তনু সোমবার বলেন, ‘‘আমি সিএএ-এর পক্ষে। সিএএ লোকসভায় ভোট দিয়ে পাশ করিয়েছি। যারা সিএএ সমর্থনই করছে না তারা কী করে আমাকে চাইছে?’’ এর পরেই শান্তনু বলেন, ‘‘একটা বিষয় পরিষ্কার হওয়া উচিত। ১৯৭১ সালের পরে যাঁরা ভারতে এসেছেন তাঁদের যাতে নাগরিকত্ব দেওয়া যায় তার জন্য আমি ওই আইনের পক্ষে। ’৭১ সালের পরে আসা মানুষের জন্য আন্দোলন করছি। যারা এটা সমর্থনই করছে না সেখানে যাওয়ার প্রশ্ন আসে কী করে!’’ নাম না করে তৃণমূলের উদ্দেশে তাঁর বার্তা, ‘‘সিএএ-এর বিরোধিতা যারা করছে সেখানে আমি যাব কী করে। আগে ওরা বলুক সিএএ সমর্থন করছে। তার পর আমরা দেখছি কী করা যায়। আগে সিএএ সমর্থন করুক।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement