গোটা হাসপাতাল চত্বর নর্দমার নোংরা জলে ডুবে থাকত। সেই চত্বরে গরু, শুয়োর, মোষ অবাধে ঘুরে বেড়াত। ভাঙা গেট ও পাঁচিল দিয়ে সহজে যাতায়াত করা যেত। রক্ষণাবেক্ষণের অভাবে ওয়ার্ডগুলির বেহাল অবস্থা ছিল। শয্যাসংখ্যাও ছিল প্রয়োজনের তুলনায় যথেষ্ট কম। এমনই অবস্থা ছিল হাওড়ার সত্যবালা আই ডি হাসপাতালের। সেই হাসপাতালের আমূল সংস্কার করে একটি পূর্ণাঙ্গ সংক্রামক ব্যাধির চিকিৎসাকেন্দ্রের রূপ দিয়েছে হাওড়া জেলা প্রশাসন।
শনিবার নতুন আঙ্গিকে সেজে ওঠা সেই হাসপাতালের উদ্বোধন করলেন মেয়র রথীন চক্রবর্তী। উপস্থিত ছিলেন, এলাকার বিধায়ক তথা মন্ত্রী লক্ষীরতন শুক্ল, বালির বিধায়ক বৈশালি ডালমিয়া এবং তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপি মান্না প্রমুখ। উদ্বোধনের পরে মেয়র বলেন, ‘‘স্থানীয় বিধায়ক, কাউন্সিলর, পুরসভা, হাওড়া উন্নয়ন সংস্থা— সকলের আর্থিক সহযোগিতায় রাজ্যে সংক্রামক ব্যাধির চিকিৎসার জন্য আর একটি পূর্ণাঙ্গ হাসপাতাল তৈরি হল। হাসপাতাল চত্বরের সৌন্দর্যায়নের পাশাপাশি হাসপাতালটির শয্যা সংখ্যাও বাড়ানো হয়েছে। আগে ছিল ৫৪টি শয্যা। এখন হয়েছে ১০৮টি।’’ মেয়রের আশা, স্থানীয় বাসিন্দাদের কোনও সংক্রামক ব্যাধির চিকিৎসার জন্য আর কলকাতায় ছুটতে হবে না।