ভুয়ো চিকিৎসক নিয়ে অভিযোগ। নিজস্ব চিত্র।
ভুল চিকিৎসা করা হয়েছে, এই অভিযোগ বেসরকারি নার্সিমহোম ভাঙচুর করলেন রোগীর আত্মীয়রা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির কামারকুন্ডুতে।
রোগীর পরিবারের অভিযোগ, কামারকুন্ডু এলাকার জীবন দীপ নার্সিংহোমের চিকিৎসক হারাধন মান্না একজন প্রসূতি বিশেষজ্ঞ। কিন্তু তাঁর কোনও ডিগ্রি নেই। অথচ দিনের পর দিন তিনি প্রসূতি মহিলাদের চিকিৎসা করে যাচ্ছেন তিনি। অন্য দিকে, চাকারিয়া বিনুদ্ধি নামে এক হোমিওপ্যাথি চিকিৎসককে এমবিবিএস চিকিৎসক বলে নার্সিংহোমে নিযুক্ত করে রাখা হয়েছে। রোগীর আত্মীয়দের চাপে এ দিন অভিযুক্ত স্বীকার করে নেন, তাঁর কোনও এমবিবিএস ডিগ্রি নেই।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সিঙ্গুরের অপূর্বপুরের বাসিন্দা প্রবীরকুমার চট্টোপাধ্যায় মঙ্গলবার বিকেলে তাঁর বৃদ্ধা মা সুষমা চট্টোপাধ্যায়কে শ্বাসকষ্টজনিত রোগের চিকিৎসা করাতে ভর্তি করেন জীবন দীপ নার্সিংহোমে। আজ সকাল থেকেই তাঁর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। অপূর্ব-সহ রোগীর আত্মীয়রা নার্সিংহোমে গিয়ে জানতে পারেন, ভুয়ো চিকিৎসক চিকিৎসা করেছেন। এর পরই উত্তেজিত হয়ে হোমিওপ্যাথি চিকিৎসককে মারধর করেন তাঁরা। নার্সিংহোমের প্রধান হারাধন মান্নাকেও ঘিরে ধরে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিঙ্গুর থানার পুলিশ। যদিও নার্সিংহোম থেকে পালিয়ে যান নার্সিংহোমের মালিক চিকিৎসক হারাধন মান্না এবং হোমিওপ্যাথিক চিকিৎসক চাকারিয়া বিনুদ্ধি। বুধবার বিকাল অবধি এই ঘটনা নিয়ে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ দায়ের হলেই ব্যবস্থা নেওয়া হবে।