Howrah Hoogly News

মোটরবাইক নিয়ে রেস, দুর্ঘটনায় যুবকের মৃত্যু

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেপরোয়া রেসের জন্য এর আগেও মোটরবাইক আরোহীর মৃত্যুর ঘটনা ঘটেছে এই রাস্তায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২০ ০২:২১
Share:

প্রতীকী ছবি।

রবিবার বা ছুটির দিনে গতির ঝড় তুলে গাড়ি-মোটরবাইকের দৌড় দুর্গাপুর এক্সপ্রেসওয়ের চেনা ছবি। এমনই রেস করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল মোটরবাইক আরোহী এক যুবকের। রবিবার, প্রজাতন্ত্র দিবসের সকালে দুর্ঘটনাটি ঘটেছে হুগলির সিঙ্গুরের মল্লিকপুর সেতুর উপরে। মৃতের নাম অজয় ঘোষ (২০)। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল ৭টা নাগাদ ব্যারাকপুর থেকে ৮-১০ জন যুবক মোটরবাইক নিয়ে বের হন। প্রচণ্ড গতিতে বাইক ছুটিয়ে তাঁরা দক্ষিণেশ্বর হয়ে ডানকুনিতে এসে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ওঠেন। ওই জাতীয় সড়ক ধরে তাঁরা বর্ধমানের দিকে যাচ্ছিলেন। সকাল ৮টা নাগাদ সিঙ্গুরের মল্লিকপুর সেতুতে অজয়ের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাইকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। অজয় ছিটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিছুক্ষণের মধ্যেই সেখানে তিনি মারা যান। দেহ ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠায় সিঙ্গুর থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেপরোয়া রেসের জন্য এর আগেও মোটরবাইক আরোহীর মৃত্যুর ঘটনা ঘটেছে এই রাস্তায়। কোনও ঘটনা ঘটলে কিছু দিন নজরদারি চালিয়েই পুলিশ দায় সারে। গত কয়েক মাস ধরে নজরদারি শিথিল হয়েছে। ফলে, নিছক আনন্দের জন্য ফের শুরু হয়েছে বিপজ্জনক এই গাড়ি-দৌড়। হুগলি জেলা (গ্রামীণ) পুলিশের এক কর্তার অবশ্য দাবি, গাড়ির রেস বন্ধের জন্য নজরদারি চালানো হয়। এ দিনের ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে মৃতের পরিবারের লোকেরা হাসপাতালে আসেন। তবে, সংবাদমাধ্যমের সঙ্গে তাঁরা কথা বলতে চাননি।

Advertisement

আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসে দেশের বিকৃত ম্যাপ! তুমুল বিতর্কে কলকাতা পুরসভা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement