হাসপাতালে জামিল আহমেদ। —নিজস্ব চিত্র।
ওষুধ কিনতে মাঝরাতে বাইকে নিয়ে বেরিয়েছিলেন। বাড়ি ফেরার পথে দুষ্কৃতী হামলায় গুলিবিদ্ধ হলেন পেশায় প্রোমোটার জামিল আহমেদ। আপাতত তিনি চিকিৎসাধীন চন্দননগর মহকুমা হাসপাতালে। শুক্রবার রাত ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে হুগলির ভদ্রেশ্বরে।
শনিবার হাসপাতালের বেডে শুয়ে জামিল জানিয়েছেন, গতকাল রাতে তিনি ভদ্রেশ্বরের পাইকপাড়ায় ওষুধ কিনতে গিয়েছিলেন। বাইকে ফেরার সময় বাড়ির কাছেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তাঁর বাঁ পায়ের থাইতে গুলি লাগে। তাঁর কথায়, ‘‘একটাই গুলি চালিয়েছিল। গুলি লাগার পরেই, বাইকটা ফেলে দিয়ে মাটিতে বসে পড়ি। ফোন করি বাড়িতে। চিৎকার শুনে এলাকার কয়েক জন বেরিয়ে আসে।’’ তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চন্দননগর হাসপাতালে।
ভদ্রেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’জন দুষ্কৃতী আগে থেকেই জামিলের বাড়ির কাছে দাঁড়িয়ে ছিল। তারাই জামিলের উপর হামলা চালায়। তবে কী কারণে এই গুলি, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চুঁচুড়া-চন্দননগর-বৈদ্যবাটি অঞ্চলে জমি কেনাবেচার কাজ করেন জামিল। তাঁর দাদা সাকিল আহমেদ বলেন, ‘‘আততায়ী দু’জনের মধ্যে এক জন কম্বল জড়িয়ে ও হেলমেট পরে ছিল। তাদের কাউকেই চিনতে পারেনি জামিল।’’ ব্যবসায়িক শত্রুতা নাকি অন্য কোনও কারণ রয়েছে এর পিছনে, তা খতিয়ে দেখছে পুলিশ।