দায়িত্বে: প্রলয় চক্রবর্তী।
মনোজ উপাধ্যায় খুনের পরে ভদ্রেশ্বরের পুরপ্রধানের দায়িত্ব নিচ্ছেন প্রলয় চক্রবর্তী। এত দিন তিনি উপপুরপ্রধানের দায়িত্বে ছিলেন।
সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টে়ডিয়ামে তৃণমূলের হুগলি জেলা পর্যবেক্ষক অরূপ বিশ্বাসের উপস্থিতিতে এক বৈঠকে ওই সিদ্ধান্ত হয়। বৈঠকে ছিলেন হুগলি জেলা তৃণমূল সভাপতি তপন দাশগুপ্ত ও ভদ্রেশ্বর পুরসভার কাউন্সিলররা। তবে প্রলয়বাবুর জায়গায় উপপুরপ্রধান কে হবে, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। শীঘ্রই ওই সিদ্ধান্ত নেওয়া হবে বলে তৃণমূল সূত্রে খবর।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, এ দিন প্রলয়বাবুকে সর্বসম্মতিক্রমে ভদ্রেশ্বরের পুরপ্রধানের দায়িত্ব দেওয়ার বিষয়টি ঠিক হয়। কাউন্সিলরদের সবার সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে বলা হয়েছে। দলের জেলা সভাপতি তথা মন্ত্রী তপন দাশগুপ্ত বলেন, ‘‘বৈঠকে পুরপ্রধান হিসেবে প্রলয়বাবুকে বেছে নেওয়া হয়েছে। মনোজের নেতৃত্বে ভদ্রেশ্বর পুরসভার চেহারা দ্রুত বদলাতে শুরু করেছিল। মনোজের বকেয়া সব কাজ গুরুত্ব দিয়ে শেষ করতে বলা হয়েছে।’’
গত ২১ নভেম্বর রাতে বাড়ির কাছে রাস্তায় দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন ভদ্রেশ্বরের পুরপ্রধান মনোজ উপাধ্যায়। অভিযুক্তদের ধরতে ঘরে-বাইরে চাপ তৈরি হয় পুলিশের উপর। চন্দননগর পুলিশ কমিশনারেটে রদবদল হয়। মূল অভিযুক্ত রাজু সাউ পলাতক। ভদ্রেশ্বরবাসীর আতঙ্ক এখনও কাটছে না। তাঁদের একাংশের দাবি, মনোজবাবু খাটাল উচ্ছেদ, ই-টেন্ডার চালুর মতো এমন কিছু পদক্ষেপ নিয়েছিলেন যাতে মৌচাকে ঢিল পড়েছিল। নতুন পুরপ্রধান মনোজবাবুর সাহসী সিদ্ধান্তগুলি বহাল রাখতে পারেন কি না এখন সেটাই দেখার।