রাস্তা সারানোর প্রতিবাদ। নিজস্ব চিত্র।
হুগলীর শ্রীরামপুরের কাছে জিটি রোডে বেহাল দশা। রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। রাস্তার পাশের হাইড্রেন এবং ড্রেনের উপরের স্ল্যাব ভাঙা। তাই যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। শেওড়াফুলি থেকে শ্রীরামপুর, পিয়াপুর হয়ে দিল্লি রোডে যেতে হয় এই রাস্তা দিয়েই। দিনে অসংখ্য গাড়ি যাতায়াত করে। সংস্কারের দাবিতে শনিবার সকালে শেওড়াফুলি বিজেপি মন্ডলের পক্ষ থেকে রাস্তার উপর কলা গাছ বসিয়ে প্রতিবাদ জানানো হয়।
বিজেপি শেওড়াফুলি যুবমোর্চার সভাপতি স্নেহাংশু মহন্ত বলেছেন, ‘‘প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই এমন প্রতিবাদ। এতেও যদি কাজ না হয় তাহলে আগামী দিনে আরও বড় আন্দোলন করতে হবে।’’ বৈদ্যবাটি পুরসভার প্রাক্তন তৃনমূল কাউন্সিলর সুবীর ঘোষ বলেছেন, ‘‘জলের পাইপ ফেটে রাস্তায় গর্ত হয়েছে। কাজের টেন্ডার হয়ে গিয়েছে। দু-চার দিনের মধ্যে রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। নির্বাচন আসছে তাই কিছু না পেয়ে বিজেপি নাটক করছে।’’