উলুবেড়িয়ার মনসাতলায় ৬ নম্বর জাতীয় সড়কে বিজেপির র্যালি আটকাচ্ছে পুলিশ।
হুগলি জেলার বিভিন্ন জায়গায় বিজেপির মোটরবাইক-মিছিল আটকে দিল পুলিশ। রবিবার বিজেপি-র ‘বিজয় সঙ্কল্প যাত্রা’ হিসেবে মোটরবাইক মিছিলের আয়োজন করা হয়। শ্রীরামপুর, চাঁপদানি, ডানকুনি, চণ্ডীতলা, তারকেশ্বর-সহ নানা জায়গায় ওই কর্মসূচিতে পুলিশ বাধা দেয় বলে তাদের অভিযোগ। কোথাও মিছিল শুরু হওয়ার পরে পুলিশ তা আটকায়।
কোথাও রীতিমতো ব্যারিকেড করে পুলিশ মিছিল শুরুই করতে দেয়নি। সকালে তারকেশ্বর থেকে চাঁপাডাঙার দিকে বাইক-মিছিল শুরু হয়। মিছিল কিছুটা এগোতেই পুলিশ আটকে দেয়। প্রতিবাদে বিক্ষোভ দেখান মিছিলকারীরা। তাঁরা রাস্তায় বসে পড়েন।
সব ক্ষেত্রেই পুলিশের দাবি, অনুমতি না-থাকাতেই মিছিল করতে দেওয়া হয়নি। বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি সুমন ঘোষ বলেন, ‘‘তৃণমূল ভয় পেয়ে পুলিশ দিয়ে আমাদের কর্মসূচি বানচালের চেষ্টা করেছে। এ ভাবে আমাদের আটকে রাখা যাবে না।’’
দলের ওবিসি মোর্চার রাজ্য সভাপতি স্বপন পাল বলেন, ‘‘পুলিশ কোনও অনুমতিই দিচ্ছে না আমাদের। কিন্তু ওদের বাধা সত্ত্বেও আমাদের কর্মী-সমর্থকেরা রাস্তায় বেরিয়েছেন।’’
জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, তৃণমূল নেতা সুবীর মুখোপাধ্যায়ের দাবি, ‘‘বিজেপির মিছিলে লোক হয়নি। অনুমতি না-নিলে পুলিশ মিছিল করতে দেবে কেন? বিজেপির লক্ষ্য তো বিশৃঙ্খলা করা।’’