—ফাইল চিত্র।
হুগলি জেলার কিছু এলাকায় নির্দিষ্ট কোনও কারণ ছাড়াই ইন্টারনেট পরিষেবা ১২ মে বেলা আড়াইটে থেকে ১৭মে সন্ধ্যা ছ'টা পর্যন্ত বন্ধ করা হয়েছে বলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কার্যালয়ে অভিযোগ জানিয়েছেন আইনজীবী সৌমাভ মুখোপাধ্যায়। তার জেরে স্বতঃপ্রণোদিত হয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
শুক্রবার মামলাটি শুনানির জন্য উঠেছিল। আইনজীবী জানান, ডিভিশন বেঞ্চ রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নির্দেশ দিয়েছে ওই অভিযোগ নিয়ে রাজ্যের কী বক্তব্য তা আজ, শনিবার সকালে আদালতকে জানাতে হবে।
আইনজীবীর অভিযোগ, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে রাজ্য তথা দেশজুড়ে লকডাউন চলছে। অ্যাম্বুল্যান্স ডাকা থেকে শুরু করে অত্যাবশ্যকীয় জিনিস সবই ইন্টারনেটের মাধ্যমে সংগ্রহ করছেন সাধারণ মানুষ। কী কারণে ওই পরিষেবা বন্ধ করা হল, তার নির্দিষ্ট কারণ হুগলির জেলাশাসক জানাননি। এর ফলে মানুষের বাঁচার অধিকার লঙ্ঘিত হচ্ছে।